Friday, April 19, 2024
Homeউত্তর দিনাজপুরগোয়ালপোখরে প্রধানের সহযোগিতায় তিন ছিনতাইকারীকে ধরে পুলিশের হাতে তুলে দিল গ্রামবাসীরা

গোয়ালপোখরে প্রধানের সহযোগিতায় তিন ছিনতাইকারীকে ধরে পুলিশের হাতে তুলে দিল গ্রামবাসীরা

নিজস্ব সংবাদদাতাঃ
গ্রাম পঞ্চায়েতের উপপ্রধানের তৎপরতায় তিন ছিনতাইকারী কে ধরে পুলিশের হাতে তুলে দিল গ্রামবাসীরা। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখর থানার চুরাকুট্টি এলাকায়। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছোরায়। স্হানীয় ধরমপুর ২ গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান জানিয়েছেন, ভাবানুর নামে এক মহিলা ব্যাঙ্ক থেকে ৩০ হাজার টাকা তুলে বাড়ি ফেরার পথে চুরাকুট্টি এলাকায় তার টাকা ছিনতাই করে পালিয়ে যায় দুষ্কৃতীরা ।। পালানোর সময় স্হানীয় গ্রাম পঞ্চায়েতের উপপ্রধানের চোখে ঘটনাটি পরতেই তার সন্দেহ হলে তিনি ওই ছিনতাই কারিদের তারা করতে শুরু করে। তারপর তিনি সমস্ত জায়গায় ফনাফনি করে ওই ছিনতাই কারিদের আটকে নেই গ্রামবাসীরা। জোয়ার আসরের জন্যই এই ধরনের ঘটনা ঘটছে বলে অভিযোগ করেন তিনি। এবং তিনি গোয়ালপোখর থানার পুলিশ প্রশাসনকে এর আগেও এই জোয়া খেলা নিয়ে একাধিক বার অভিযোগ করেছেন বলে জানিয়েছেন তিনি। তবে কাজের কাজ কিছুই হয়নি বলে জানান তিনি। এবং ঘটনার ঘটার পর আবারও পুলিশের কাছে অভিযোগ জানাবেন বলে জানিয়েছেন। পুলিশকে খবর দিলে ঘটনাস্থলেই ছুটে আসে গোয়ালপোখর থানার পুলিশ। ধৃতদের কে পুলিশের হাতে তুলে দেন গ্রাম বাসিরা। পুলিশ ধৃতদের লধন স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায় চিকিৎসার জন্য। এবং ঘটনার তদন্ত শুরু করেছে গোয়ালপোখর থানার পুলিশ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments