Friday, March 29, 2024
Homeকোচবিহারগোটা উত্তরবঙ্গ বঞ্চিত লাঞ্ছিত নিপীড়িত, আলাদা রাজ্যের দাবিতে সরব অনন্ত মহারাজ

গোটা উত্তরবঙ্গ বঞ্চিত লাঞ্ছিত নিপীড়িত, আলাদা রাজ্যের দাবিতে সরব অনন্ত মহারাজ

উত্তরবঙ্গ কে আলাদা রাজ্য করার দাবিতে এবার একজোট গ্রেটার। অনুষ্ঠিত হলো আলোচনা সভা।।

উত্তরবঙ্গ কে আলাদা রাজ্য হিসেবে ঘোষণা করার দাবিতে দি গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশন ডাকে এক বিশাল কর্মীসভা ও আলোচনা সভা অনুষ্ঠিত হলো বুড়িরহাট দুই নং অঞ্চলের অন্তর্গত দ্বিতীয় খন্ড মর্নেয়া বিবেকানন্দ স্কুলের মাঠে। উপস্থিত ছিলেন কোচবিহারের অন্যতম গ্রেটার নেতা তথা গ্রেটার আন্দোলনের মুখ মহারাজা অনন্ত রায় বর্মা। প্রায় পাঁচ হাজার কর্মী সমর্থক এর উপস্থিতিতে এদিন কর্মীসভা অনুষ্ঠিত হয়। অনন্ত মহারাজ বলেন, 1950 সালে ইংরেজ কেন্দ্রীয় সরকার তৈরি করে। ভূমি সুরক্ষা আইন তৈরি করে। কিন্তু তাতে কুচবিহারের কি? কোচবিহার রাজ্য ছিল তাকে জেলা কেন করা হলো। একদিকে যেমন কেন্দ্রীয় সরকারের সমালোচনায় মুখ খুলেছেন অনন্ত মহারাজ ঠিক তেমনি রাজ্য সরকারকে কটাক্ষ করতে ছাড়েননি। তিনি বলেন কোচবিহার সহ গোটা উত্তরবঙ্গ বঞ্চিত লাঞ্ছিত নিপীড়িত। স্বাধীনতার পর থেকে উন্নয়ন উত্তরবঙ্গের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। সুতরাং কোচবিহার জেলার হলে অবশ্যই কোচবিহারের মানুষের উন্নতি হবে। আর তার জন্য গ্রেটার কর্মী-সমর্থকদের পুনরায় কোচবিহার রাজ্যের দাবিতে সরব হয়ে পথে নেমে আন্দোলন করতে হবে। এদিন এই আলোচনা সভায় রাজনৈতিক দল মত নির্বিশেষে শুধুমাত্র গ্রেটার সদস্য হয়ে উপস্থিত ছিলেন তৃণমূল এবং বিজেপিকে সমর্থক দের একাংশ। সুতরাং আজকের এই আলোচনা চক্র ও কর্মীসভা আরো একবার গ্রেটার আন্দোলনকে উসকে দিল বলে মনে করছে রাজনৈতিক মহল।
অপরদিকে গ্রেটার কোচবিহার পিপলস পার্টি এর কর্ণধার বংশী বদন বর্মন বলেন, কোচবিহার কে রাজ্য করার দাবীকে সমর্থন জানাই কিন্তু যে পদ্ধতিতে অনন্ত মহারাজ এই দাবি জানাচ্ছেন সেই পদ্ধতিকে সমর্থন জানাই না। 2011 সালের পর উত্তরবঙ্গে যথেষ্ট উন্নয়ন হয়েছে তা অস্বীকার করার নয়। সুতরাং কোচবিহার রাজ্যের দাবিতে উত্তরবঙ্গ রাজ্য করা হোক এই দাবি কোনো অবস্থাতেই মেনে নেওয়া যাবে না।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments