ময়নাগুড়ি, ১৪ জুলাই : উত্তরবঙ্গের সর্ববৃহৎ শৈব তীর্থ জল্পেশ তীর্থধাম। সেখানে বছরে তিনটি বড় বড় মেলা বসে। আর তার মধ্যেই উল্লেখযোগ্য মেলা হল শ্রাবণ মাসের শ্রাবণী মেলা। বুধবার গুরু পূর্ণিমা উপলক্ষেই শুরু হয়ে যায় শ্রাবণী মেলা। তবে মন্দিরে পুণ্যার্থীরা আসেন রবিবার এবং তারা ভোররাত থেকে জল ঢালা আরম্ভ করেন। জানা গেছে গত দুবছর করোণা পরিস্থিতির কারণে সেভাবে জমজমাট হয়নি শ্রাবণী মেলা। তাই এ বছর মেলা জমজমাট হবে বলেই আশাবাদী মন্দির কমিটি। ইতিমধ্যেই মন্দির চত্বরে বসেছে দোকানপাট। মন্দির চত্বরে শুরু হয়েছে সাজো সাজো রব। তবে নিরাপত্তার বিষয়টিও মাথায় রেখেছেন জেলা পুলিশ সহ জল্পেশ ট্রাস্টি বোর্ড। জানা গিয়েছে এই শ্রাবণী মেলায় তিস্তা নদী থেকে জল মাথায় করে নিয়ে জলপেশে এসে মহাদেবের মাথায় ঢালেন। তাই তিস্তা থেকে জল্পেশ মন্দির পর্যন্ত নিরাপত্তা হিসেবে মোতায়েন থাকছে পুলিশ। মন্দিরে বসানো হয়েছে ৩২ টি সিসিটিভি ক্যামেরা। মন্দিরের নিজস্ব শতাধিক ভলেন্টিয়ার্স থাকছে বলে জানা গিয়েছে। এই মেলা আগামী ১৫ ই আগস্ট পর্যন্ত চলবে বলেও জানা গিয়েছে। এই বিষয়ে জল্পেশ মন্দির ট্রাস্টি বোর্ডের সম্পাদক গিরীন্দ্রনাথ দেব বলেন,"গুরু পূর্ণিমা থেকে মেলার সূচনা হলেও মূলত রবিবার থেকেই শুরু হবে মেলা। তাই নিরাপত্তা থাকছে কঠোর। আমরা অত্যন্ত আশাবাদী যে এ বছর মেলা জমজমাট হবে।"

