Tuesday, April 16, 2024
Homeখবরআলিপুরদুয়ার ১ নং ব্লক পাঁচকোলগুরি বাবুরহাট স্বাস্থ্য কেন্দ্রে কোভিড ভ্যাকসিন প্রদান

আলিপুরদুয়ার ১ নং ব্লক পাঁচকোলগুরি বাবুরহাট স্বাস্থ্য কেন্দ্রে কোভিড ভ্যাকসিন প্রদান

Uttorer Sangbad :- আলিপুরদুয়ারঃ
আলিপুরদুয়ার ১ নং ব্লক পাঁচকোলগুরি বাবুরহাট স্বাস্থ্য কেন্দ্রে কোভিড ভ্যাকসিন প্রদান করা হলো। এদিন স্বাস্থ্য কর্মী, সাফাই কর্মী ও কভিড যোদ্ধাদের ভ্যাকসিন দেওয়া হয় বলে জানা যায় । এদিন ১ নং ব্লকের বি এম ও এইচ ডক্টর ভাস্কর সেন সবার প্রথম নিয়ে উদ্বোধন করে। হাসপাতাল চত্বরে পরিদর্শনে আসেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক গিরিশ চন্দ্র বেরা।

জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক বলেন 16 তারিখ থেকে জেলাজুড়ে ভ্যাক্সিনেশন শুরু হয়েছে, আজকে পাচকোলগুড়ি বাবুরহাট স্বাস্থ্যকেন্দ্রে এই ভ্যাক্সিনেশন চলছে পাশাপাশি ফালাকাটা লতাবাড়ি কালচিনি এবং ভাটিবাড়িতেও একই দিনে ভ্যাক্সিনেশন চলছে। তিনি বলেন জেলা জুড়ে ভ্যাক্সিনেশন দেবার পর কোন রকম পার্শ্ব প্রতিক্রিয়া এখনো কি দেখা যায়নি। রাজ্য সরকারের নির্দেশ মতোই ঠিকঠাক ভাবে এই ভ্যাক্সিনেশন চলছে।

অনান্য খবর- দেশের জার্সি গায়ে ট্রফি জয়ের স্বাদ মেসির, কোপা আমেরিকা ২০২১ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা

আলিপুরদুয়ার ১ নং ব্লক পাঁচকোলগুরি বাবুরহাট স্বাস্থ্য কেন্দ্রে কোভিড ভ্যাকসিন প্রদান

পরের খবর- ১০মাইল দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হল নেতাজির জন্ম দিবসে৷

শান্তনু পান, পশ্চিম মেদিনীপুর:
নেতাজী সুভাষচন্দ্র বসুর জন্মদিনে আয়োজিত হওয়া মেদিনীপুরের জাতীয় উৎসব বলে পরিচিত, “১০মাইল দৌড় প্রতিযোগিতা” এই বছর ৫৬তম বর্ষে পদার্পণ করেছে। প্রতি বছরের মত আজ কুয়াশা সিক্ত সকালে মেদিনীপুর কলেজ – কলেজিয়েট স্কুল ময়দানে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মোট ১৩০জন প্রতিযোগী আজকের দৌড় প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন। কেবল পশ্চিমবঙ্গ নয়, উত্তরপ্রদেশ, বিহার সহ পার্শ্ববর্তী রাজ্য গুলি থেকেও প্রতিযোগী দৌড়বীররা এই দশ মাইল দৌড় প্রতিযোগিতায় অংশ নেয় প্রতি বছর। অমিত জাঙ্গীর ৫০মি ২১সেকেন্ড সময়ে দশ মাইল দৌড় সম্পূর্ণ করে প্রতিযোগিতায় প্রথম হয়েছেন।

অনান্য খবর- ড্রাগন ফল চাষ করে লাভের মুখ দেখছেন মাথাভাঙ্গার কৃষক নির্মল বর্মন

হেলমেট বিহীনদের চকলেট উপহার , সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি পালিত হল সাহেবগঞ্জে

পেট্রোলের মূল্য বৃদ্ধিতে দিনহাটায় বাইক হাটিয়ে নিয়ে বিক্ষোভ দেখাল ফরওয়ার্ড ব্লক

ক্যানেল বন্ধ করে রাখায় জমিতে জমছে জল, নেই কোন নিকাশি ব্যবস্থা। বিক্ষোভে চাষীরা

ঝাড়গ্রাম গোপীবল্লভপুর থানার পক্ষ থেকে সেফ ড্রাইভ সেভ লাইভ পঞ্চম বর্ষ পূর্তি পালন

বিজয়ী প্রতিযোগীদের হাতে পুরষ্কার তুলে দেওয়া হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সহ সভাধিপতি অজিত মাইতি, সমাজসেবী গোপাল সাহা, নির্মাল্য চক্রবর্তী সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিগন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments