Saturday, April 20, 2024
Homeখেলাধূলাকোপায় প্রথম জয় এর স্বাদ পেল আর্জেন্টিনা, ১-০ গোলে হারালো উরুগুয়েকে

কোপায় প্রথম জয় এর স্বাদ পেল আর্জেন্টিনা, ১-০ গোলে হারালো উরুগুয়েকে

Uttorer Sangbad:– আগের ম্যাচে চিলির কাছে আটকে গিয়েছিল আর্জেন্টিনা। তাই কোপা আমেরিকার দ্বিতীয় ম্যাচে উরুগুয়ের বিরুদ্ধে জেতাটা জরুরি ছিল। তবে কাজটা যে সহজ হবে না এটা জানাই ছিল। সুয়ারেজ, কাভানি, ভালভার্দের বিপক্ষে জয় নিয়ে ফেরাটা মোটেও সহজ বিষয় নয়। কিন্তু শেষ পর্যন্ত কোপার চলতি আসরে প্রথম জয়ের দেখা পেয়েছে মেসি-ডি মারিয়ারা। কোপায় প্রথম জয় গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে সালোনির দল। কোপায় প্রথম জয়

কোপায় প্রথম জয় এর স্বাদ পেল আর্জেন্টিনা, ১-০ গোলে হারালো উরুগুয়েকে

খেলায় আর্জেন্টিনার লিড পেতে সময় লাগেনি। আর এই গোলের কারিগর সেই লিওনেল মেসি। ম্যাচের ১৩ মিনিটে কর্ণার পায় আর্জেন্টিনা। রডরিগো ডি পল লম্বা শট না নিয়ে ছোট পাস দেন মেসিকে। তাঁর দুরন্ত ক্রসে মাথা ঠেকিয়ে গোল করেন গুইডো রদ্রিগেজ। প্রথমার্ধে আর্জেন্টিনারই দাপট ছিল। অ্যাটাকিং থার্ডে প্রচুর আক্রমণ তুলে নিয়ে এলেও গোল পায়নি দলটি। অন্যদিকে প্রথমার্ধে একেবারে নিস্প্রভ ছিলেন সুয়ারেজ-কাভানিরা। দলটির মাঝমাঠের খেলা থেকে সেভাবে বলই পায়নি সুয়ারেজ-কাভানি। কিন্তু কাজের কাজ কিছু হয়নি। বলের দখল বেশি থাকলেও গোল করার মতো সেইরকম ইতিবাচক সুযোগ পায়নি আর্জেন্টিনা।

অনান্য খবর- আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ড সংলগ্ন এলাকায় অবৈধ নির্মাণ ভেঙে দিল জেলা প্রশাসন

পরের খবর – হ্যারিকেন ঝড়ে পর্যুদস্ত ইউক্রেন, সেমিতে ডেনমার্কের মুখোমুখি ইংল্যান্ড

ইউক্রেনকে কার্যত উড়িয়ে দিয়ে আজ চলতি ইউরো কাপের সেমিফাইনালে পৌঁছে গেল গ্যারেথ সাউথগেটের দল। এই ম্যাচে ইংল্যান্ড ৪-০ গোলে জয়লাভ করেছে। সেমিফাইনালে তাদের খেলতে হবে ডেনমার্কের বিরুদ্ধে। অন্যদিকে, আজকের ম্যাচটা হেরে চলতি ইউরো থেকে বিদায় নিতে হল ইউক্রেনকে। Euro 2020 কোয়ার্টার ফাইনাল ম্যাচের প্রথমার্ধে আজ ১-০ গোলে এগিয়ে যায় ইংল্যান্ড। তিন সিংহ ব্রিগেডকে দুরন্ত শটে এগিয়ে দেন হ্যারি কেন। ম্যাচের চতুর্থ মিনিটে রাহিম স্টারলিংয়ের বাড়ানো পাস থেকে তিনি নির্দিষ্ট লক্ষ্যে বলটাকে পাঠিয়ে দেন। আর সেই সঙ্গে ইংল্যান্ডের শুরুটাও বেশ ভালোই হয়। তবে ম্যাচের প্রথমার্ধে ইউক্রেনের ছন্দ পেতে, কিছুটা হলেও সময় লাগে। প্রথম ৪৫ মিনিটের শেষের দিকে আন্দ্রে শেভচেঙ্কোর ছেলেপিলেরা কিন্তু যথেষ্ট ভালো পারফর্ম করেছে।

অনান্য খবর- সিদ্ধান্ত বদল, ইস্তফা প্রত্যাহার করলেন বিজেপি যুব মোর্চার রাজ্য সভাপতি সৌমিত্র খাঁ

চলতি টুর্নামেন্টে ইংল্যান্ড এখনও পর্যন্ত ধারাবাহিকভাবে ভালো পারফরম্যান্স করে যাচ্ছে। প্রথমার্ধে ইউক্রেনকে তারা অবশ্য একবারে হালকাভাবে নিতে চায়নি। ফাইনাল থার্ডে মাঝেমধ্যেই তাঁরা বিধ্বংসী হয়ে উঠেছে। জেডন স্যাঞ্চো এবং ডেকলান রাইস প্রথমার্ধে বেশ কয়েকটা ভালো সুযোগ তৈরি করেছিলেন। তবে ম্যাচের দ্বিতীয়ার্ধে গ্যারেথ সাউথগেটের দল ঝোড়ো টর্নেডোর মতো ইউক্রেন শিবিরে আছড়ে পড়ে। দ্বিতীয়ার্ধের শুরু থেকেই ইংল্যান্ড কার্যত ইউক্রেন শিবিরে ত্রাস সৃষ্টি করেছিল। পুরো খবর

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments