Friday, April 19, 2024
HomeBreaking newsকোচবিহারে দুঃস্থ পরিবারের শ্রাদ্ধানুষ্ঠানে সহযোগিতার হাত বাড়ালো ব্লাড ডোনার অর্গানাইজেশন

কোচবিহারে দুঃস্থ পরিবারের শ্রাদ্ধানুষ্ঠানে সহযোগিতার হাত বাড়ালো ব্লাড ডোনার অর্গানাইজেশন

কোচবিহার দুই ব্লকের অন্তর্গত সোনারি এলাকায় বছর কুড়ির যুবক স্কুল পড়ুয়া বাদল পালের অকাল প্রয়াণ। সাহায্যের হাত বাড়িয়ে দিল স্বেচ্ছাসেবী সংগঠন ব্লাড ডোনার অর্গানাইজেশন।

সোমবার বাদল পালের শ্রাদ্ধ অনুষ্ঠান ও মৎসমুখি অনুষ্ঠান ছিল। দিন আনা দিন খাওয়া এই পরিবারের বর্তমানে তার বাবা দিনমজুর কাজের সাথে যুক্ত রয়েছে। জানা যায় ছেলের শ্রাদ্ধ অনুষ্ঠান সম্পন্ন করার জন্য এলাকার বাসিন্দা সুজাতা রাহা রায় এর সাথে তারা যোগাযোগ করেন উক্ত পরিবারটি। তারপর সুজাতা যোগাযোগ করে স্বেচ্ছাসেবী সংগঠন ব্লাড ডোনার অর্গানাইজেশনের কর্মকর্তাদের সাথে। তারা আজ শ্রাদ্ধ অনুষ্ঠান ও মৎস্যমুখি অনুষ্ঠানের কিছু জিনিসপত্র ও আর্থিকভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেন। এই মহতী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার স্থানীয়রা।
কর্মসূচিতে উপস্থিত ছিল স্বেচ্ছাসেবী সংগঠন ব্লাড ডোনার অর্গানাইজেশনের কোর কমিটির সম্পাদক রাজা বৈদ্য এবং আরও অনেকেই।

তিনি বলেন মানুষ মানুষের জন্য। আমরা এই কাজ সারা বছর ধরেই করে থাকি। এই দুস্থ পরিবারটির পাশে থাকতে পেরে ভালো লাগছে এবং ভবিষ্যতেও সবার পাশে থাকার চেষ্টা করব।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments