Saturday, April 20, 2024
Homeকোচবিহারকোচবিহারের প্রাচীনতম তল্লী গাছে ভাইফোঁটার আয়োজন

কোচবিহারের প্রাচীনতম তল্লী গাছে ভাইফোঁটার আয়োজন

নিজস্ব সংবাদদাতাঃ
গত বছরের মত এবারও কোচবিহারের অতি প্রাচীন গাছকে ভাই ফোঁটার আয়োজন করল আস্থা ফাউন্ডেশন।

গাছ আমাদের শরীরের একটি জীবনের বাড়ির সঙ্গীর মতন সবার বাড়িতেই একটি দুটি করে গাছ রয়েছে এবং কারো না কারো বাড়িতে ঘরের ভিতরে রয়েছে। গাছ না থাকলে আমরা অক্সিজেন পাবনা এবং জীবনকে চালানো কঠিন হয়ে যাবে । তাই আমরা গাছকে নিজের বাড়ির সদস্য মনে করে আমাদের মহিলা সদস্যরা গাছকে ভাইফোঁটা দিয়ে দিয়ে থাকে তার সাথে আমরা সকলকে বোঝানোর চেষ্টা করি
গাছ বাঁচলে আমরা বাঁচবো , সুস্থভাবে বাঁচতে হলে একটি করে গাছ লাগান
কোচবিহার স্টেশন চৌপতি তুফানগঞ্জ রোড রাজ আমলের প্রাচীন তম তল্লী গাছে ভাইফোঁটা দেওয়ার ব্যবস্থা করা হয়।
তার সাথে পথচলতি মানুষদের হাতে একটি করে চারাগাছ সবার হাতে তুলে দেওয়া হয়। পাশে থাকা রেল বস্তি শিশুদের কেউ আমরা ভাইফোঁটার ব্যবস্থা করেন তারা।
সকলকে মিষ্টিমুখ এর ব্যবস্থা করা হয়।

সংস্থার সম্পাদক শংকর রায় বলেন, আজ ১৫০ জন মানুষের হাতে গাছের চারা তুলে দিয়েছি।
আমাদের সাথে থাকা সংবাদ মাধ্যম তাদেরকেও ভাইফোঁটা দেওয়া হয়েছিল।
আজকের গাছের ভাইফোঁটার কর্মকাণ্ডে ছিলেন প্রকৃতি পরম রায় ,জুলি রায় ,শুভঙ্কর সরকার, সমীর রাউত ,বিপ্লব দাস ,পিংকু সোম ,শংকর রায় ওম রায়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments