Wednesday, April 24, 2024
Homeরাজনীতি'কুর্সির জন্য করোনা পরিস্থিতিতেও ভোট', প্রচারে মমতার বিরুদ্ধে তোপ ভবানীপুরের বিজেপি প্রার্থী...

‘কুর্সির জন্য করোনা পরিস্থিতিতেও ভোট’, প্রচারে মমতার বিরুদ্ধে তোপ ভবানীপুরের বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কার

নিউজ ডেস্কঃ

‘কুর্সির জন্য করোনা পরিস্থিতিতেও ভোট’, প্রচারে নেমে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তোপ দেগে এমনটাই দাবি করলেন ভবানীপুর উপনির্বাচনে BJP প্রার্থী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল। রবিবার ছুটির দিন সাতসকালে ভিক্টোরিয়া মেমোরিয়ালে প্রাতঃভ্রমণকারীদের সঙ্গে কথা বলেন তিনি, করেন জনসংযোগ। রাজনৈতিক আক্রমণের পাশাপাশি এই BJP প্রার্থীর দাবি, ‘আমিও হেভিওয়েট, চিকিৎসকরা হাঁটার পরামর্শ দিয়েছেন।’

বাংলায় ক্রমশ বাড়ছে ভোট উত্তাপ। জঙ্গিপুর এবং সামশেরগঞ্জেও নির্বাচন। কিন্তু, রাজ্যের মূল ফোকাস এখন ভবানীপুরের উপনির্বাচন, যেখানে প্রার্থী রাজ্য রাজনীতির অন্যতম ক্ষমতাশালী ব্যক্তিত্ব মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর বিরুদ্ধে BJP-র প্রার্থী আইনজীবী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল। BJP প্রার্থী তালিকা ঘোষণা করার পরেই ফিরহাদ হাকিম কটাক্ষ করেছিলেন, ‘কে প্রিয়াঙ্কা?’ এরপরেই পালটা দিলীপ ঘোষের হুঙ্কার ছিল, ‘তিনি নিজেই নিজেকে চিনিয়ে দেবেন।’

একদিকে যখন জোরকদমে প্রচার চালাচ্ছে তৃণমূল, ছুটির দিন সকাল থেকেই প্রচারে নামলেন ভবানীপুরের BJP প্রার্থী। এদিন মর্নিং ওয়াক করতে আসা মানুষজনের জনসংযোগ করেন তিনি। প্রিয়াঙ্কার তোপ, ‘গোটা দেশে কোভিড পরিস্থিতি। রাজ্যেও করোনা সংক্রমণ পুরোপুরি নিয়ন্ত্রণে নয়। সমস্ত জায়গায় কোভিড আছে, শুধু কি ভবানীপুরে নেই? তাহলে এখানে কী ভাবে নির্বাচন হচ্ছে? মুখ্যমন্ত্রীর কুর্সিতে মমতাকে রাখতেই করোনা পরিস্থিতিতে ঝুঁকিপূর্ণভাবে নির্বাচন হচ্ছে। ‘

এদিন ফিরহাদ হাকিমকেও নিশানা করেন প্রিয়াঙ্কা। তিনি বলেন, ‘গোটা রাজ্যে একাধিক পুরসভায় ভোট বাকি। কিন্তু,শুধুমাত্র ফিরহাদ হাকিমের ওয়ার্ডে কেন ভোট।’ প্রসঙ্গত, শোভন চট্টোপাধ্যায়ের ইস্তফা দেওয়ার পর কলকাতা পুরসভার দায়িত্ব দেওয়া হয়েছিল ফিরহাদ হাকিমকে। আর সেই কারণেই কাউন্সিলর ভোটে লড়াই করেন তিনি। আর এই বিষয়টিকেই তোপ দাগেন প্রিয়াঙ্কা। তিনি বলেন, ‘এটা ন্যায় বনাম অন্যায়ের লড়াই। মানুষের উপর ভরসা রয়েছে।’

উল্লেখ্য, এদিন ভবানীপুরের BJP প্রার্থীর সঙ্গে একটি চা-চক্রে যোগ দিতে পারেন রাজ্য BJP সভাপতি দিলীপ ঘোষ। এদিন প্রিয়াঙ্কা বলেন, ‘আমি কোনও বড় নেতা নই। শুধু মানুষের পাশে থাকতে চাই। মানুষই আমাকে পথ দেখাবে।’

প্রসঙ্গত, ৩০ সেপ্টেম্বর ভবানীপুর কেন্দ্রে উপনির্বাচন। ভোটের জন্য মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ ১৩ সেপ্টেম্বর। ১৬ তারিখ পর্যন্ত মনোনয়ন প্রত্যাহার করা যাবে। উল্লেখ্য, এদিনই জঙ্গিপুর, সামশেরগঞ্জেও ভোট। ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়কে রেকর্ড ভোটে জয়ী করতে প্রচারে নেমেছে তৃণমূল। তারকা প্রচারক হিসেবে রয়েছে একাধিক হেভিওয়েট।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments