Thursday, April 25, 2024
Homeআলিপুরদুয়ারকামাখ্যাগুড়ি মোবাইল রেঞ্জ গোপন অভিযানে লক্ষাধিক টাকার বেআইনি সেগুন কাঠ উদ্ধার

কামাখ্যাগুড়ি মোবাইল রেঞ্জ গোপন অভিযানে লক্ষাধিক টাকার বেআইনি সেগুন কাঠ উদ্ধার

হিতৈষী দেবনাথঃ

কুমারগ্রাম ব্লকের গোচিমারি এলাকায় শনিবার ভোরে গোপন সূত্রের খবরের ভিত্তিতে বনদপ্তরের কামাখ্যাগুড়ি মোবাইল রেঞ্জ এর পক্ষ থেকে অভিযান চালিয়ে লক্ষাধিক টাকা মূল্যের বেআইনি সেগুন কাঠ উদ্ধার করা হল। এদিন গোচিমারি এলাকায় অভিযান চালিয়ে চারটি সেগুন কাঠের গোলাই এবং এগারোটি বেআইনি সেগুন কাঠের তক্তা উদ্ধার করে বনদপ্তরের কামাখ্যাগুড়ি মোবাইল রেঞ্জের বনকর্মীরা, যার আনুমানিক বাজার মূল্য প্রায় ১ লক্ষ ৭০ হাজার টাকা।

পরের খবর-বুড়িরহাটে উদয়ন গুহ’র হাত ধরে বিভিন্ন রাজনৈতিক দল ছেড়ে তৃণমূলে যোগদান

কামাখ্যাগুড়ি মোবাইল রেঞ্জ গোপন অভিযানে লক্ষাধিক টাকার বেআইনি সেগুন কাঠ উদ্ধার

পরের খবর-সাহেবগঞ্জ থানার ওসি বদল, সৌমাল্য আইচের জায়গায় এলেন অ্যান্টনি হোড়ো

প্রসঙ্গত বনদপ্তরের কামাখ্যাগুড়ি মোবাইল পক্ষ থেকে চলতি সপ্তাহেই বেশ কয়েকটি অভিযানে কয়েক লক্ষ টাকার বেআইনি কাঠ উদ্ধার করা হয়। এদিন ফের বেআইনি কাঠ উদ্ধার করা হল গোচিমারি এলাকায়। স্বাভাবিকভাবেই বনদপ্তর এর পক্ষ থেকে বেআইনি কাঠের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার ফলে আনন্দিত এলাকার বাসিন্দারা।

পরের খবর-অসহায় পরিবারের পাশে কুমারগ্রামের পরাজিত তৃণমূল কংগ্রেস প্রার্থী লেওস কুজুর

স্ত্রীর মৃত্যুতে শ্রাদ্ধ অনুষ্ঠান বাতিল, বিনে পয়সা বাজারে দুঃস্থদের সহযোগিতা শিলিগুড়ির গৌতম ঘোষের

সাংবাদিক,পুলিশকর্মী ও চিকিৎসক দের সংবর্ধনা দিল তিনমাইল রোড ওয়েলফেয়ার এসোসিয়েশন

পরের খবর- আত্মার শান্তির কামনার পথ ডুয়ার্সের “ফলাইচা”

যত বেশি সংখ্যায় মানুষ এই ” ফলাইচা “তে বিশ্রাম নেবে বা বসবে সেই পরলোক গমন করা ব্যাক্তির আত্মা চীর শান্তি পাবে এবং স্বর্গ লাভ করবে। লক্ষ্য করলে দেখতে পারবেন এই “ফলাইচা” তে কাঠের উপর খোদাই করে বা রঙ দিয়ে লেখা থাকে সেই পরলোক গমন করা ব্যাক্তির জন্ম ও মৃত্যুর দিন তারিখ ও তিথি বা আরো অন্যান্য কিছু । যদিও আগে এটা বেশি ভাগ কাঠেরই দেখতে পাওয়া যেত কিন্তু এখনকার দিনে খুব সুন্দর ভাবে সিমেন্টের পাকা করেই তৈরি করে অনেকে । তাতে মার্বেল পাথরে খোদাই করে লাগানো থাকে সেই হারানো প্রিয় জনের ছবি সহ কিছু তথ্য ।এই “ফলাইচা” যত বেশি দিন টিকবে ততই তাদের বিশ্বাস মজবুত হবে। মানব সেবার মধ্যে দিয়ে অটুট থাকুক তাদের এই বিশ্বাস যুগ যুগ ধরে।বেঁচে থাকুক তাদের হারানো প্রিয় জনের স্মৃতি সবসময় তাদের মাঝে এই “ফলাইচা” রুপে । পুরো খবর

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments