Thursday, April 25, 2024
Homeকলকাতাকলকাতা হাইকোর্টের বার কাউন্সিল নির্বাচনে জয় পেল কংগ্রেস, সভাপতি অরুণাভ ঘোষ

কলকাতা হাইকোর্টের বার কাউন্সিল নির্বাচনে জয় পেল কংগ্রেস, সভাপতি অরুণাভ ঘোষ

২১-এর নির্বাচনে ধরাশায়ী হয়েছিল কংগ্রেস। কিন্তু, BJP-TMC-কে পেছনে ফেলে কলকাতা হাইকোর্টের বার কাউন্সিল নির্বাচনে অনায়াস জয় পেল কংগ্রেস। বার কাউন্সিলের সভাপতি নির্বাচিত হলেন আইনজীবী অরুণাভ ঘোষ। যা কিছুটা হলেও অক্সিজেন জোগাল হাত শিবিরকে।

কলকাতা হাইকোর্ট সূত্রে খবর, নির্বাচনে অধিকাংশ আসনে তৃণমূল সমর্থিত প্রার্থীরা জয়ী হলেও সভাপতি পদে নির্বাচিত হয়েছেন বাম-কংগ্রেস সমর্থিত প্রার্থী অরুণাভ ঘোষ (Arunabha Ghosh)৷ সভাপতি পদের জন্য বর্ষীয়ান আইনজীবী তথা সদ্য জাতীয় কংগ্রেস থেকে তৃণমূল কংগ্রেসে যোগদানকারী আমজাদ আলিকে মনোনীত করে শাসকদল ৷ তাঁকে পরাজিত করেই জয়ী হন অরুণাভ ঘোষ। এদিকে, সহ সভাপতি নির্বাচিত হয়েছেন BJP সমর্থিত প্রার্থী কল্লোল মণ্ডল। সম্পাদক নির্বাচিত হয়েছেন তৃণমূল কংগ্রেস সমর্থিত প্রার্থী বিশ্বব্রত বসুমল্লিক ৷ আদালত সূত্রে জানা গিয়েছে, বার অ্য়াসোসিয়েশনের নয় সদস্যের এক্সিকিউটিভ কমিটিতে সাতটি আসনেই জয়ী হয়েছেন তৃণমূল কংগ্রেস সমর্থিত প্রার্থীরা ৷ মাত্র দু’টি আসনে জয়ী হয়েছেন BJP সমর্থিত প্রার্থীরা ৷ অন্য আসনের ক্ষেত্রে সহ সম্পাদক নির্বাচিত হয়েছেন তৃণমূল কংগ্রেস সমর্থিত প্রার্থী সোনাল সিনহা এবং ওয়াসিম আহমেদ ৷ এছাড়া, কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন তৃণমূল কংগ্রেস সমর্থিত প্রার্থী জয়দীপ বন্দ্যোপাধ্য়ায় ৷ কলকাতা হাইকোর্ট বার অ্যাসোসিয়েশনের নির্বাচনের প্রচারে দেখা গিয়েছিল সাংসদ সুখেন্দুশেখর রায়, রাজ্যের আইন মন্ত্রী মলয় ঘটকের মতো রাজনীতিবিদদের।

জয় নিয়ে অরুণাভ ঘোষ বলেন, ‘এই জয় নিয়ে বাম সাংসদ তথা আইনজীবী বিকাশ ভট্টাচার্য (Bikash Ranjan Bhattacharya) বলেন, ‘হাইকোর্ট বারের নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত অরুনাভ। আমার আইনজীবী বন্ধুরা পেশার স্বাধীন সত্ত্বা বজায় রেখে ক্ষুদ্র দলীয় গোষ্ঠী স্বার্থে পেশার অধিকার সঙ্কোচনের বিরুদ্ধে দৃঢ় অবস্থান ঘোষণা করেছেন। তাঁদের অভিনন্দন।’

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments