Saturday, April 20, 2024
Homeকলকাতাকলকাতায় হুক্কা বার বন্ধের নির্দেশ। ব্যবসা করতে গিয়ে গ্রেফতার তিন

কলকাতায় হুক্কা বার বন্ধের নির্দেশ। ব্যবসা করতে গিয়ে গ্রেফতার তিন

সবে কলকাতা পুরসভার নির্দেশে শহরের সমস্ত হুক্কা বার (hookah bars) বন্ধ হয়ে গিয়েছে। কিন্তু বাস্তবে রাতারাতি কি তা হওয়া সম্ভব? সম্ভব যে নয়, তা বোঝা গেল শুক্রবার গভীর রাতেই। বিকেলেই হুক্কা বার বন্ধের ঘোষণা করেছিলেন মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim)। আর রাতে বিধান সরণি, পার্ক স্ট্রিটে বেআইনিভাবে হুক্কা বিক্রি করতে গিয়ে হাতেনাতে গ্রেপ্তার হল তিনজন। তাদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা দায়ের করেছে পুলিশ।

প্রথম ঘটনাটি উত্তর কলকাতা বিধান সরণির। গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার রাতে সেখানে হানা দেয় পুলিশের একটি টিম। ১১৪/৪এ বিধান সরণির একটি হুক্কা বার থেকে একজনকে গ্রেপ্তার করা হয়। টালা থানায় দুটি ধারায় মামলা রুজু করে। অন্যদিকে, পার্ক স্ট্রিট (Park Street) থানা এলাকা থেকে দু’জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযোগ, তারা রাস্তায় সাধারণ মানুষকে বেআইনিভাবে হুক্কা বিক্রি করছিল। পার্ক স্ট্রিট থানায় তাদের বিরুদ্ধে দায়ের হয়েছে মামলা।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments