Thursday, April 25, 2024
Homeধুপগুড়িকরোনা আক্রান্ত সন্তানসম্ভবা অ্যাম্বুলেন্স না মেলায় হাসপাতাল চত্বরেই জন্ম দিলেন শিশুর

করোনা আক্রান্ত সন্তানসম্ভবা অ্যাম্বুলেন্স না মেলায় হাসপাতাল চত্বরেই জন্ম দিলেন শিশুর

করোনা আক্রান্ত সন্তানসম্ভবা অ্যাম্বুলেন্স না মেলায় হাসপাতাল চত্বরেই জন্ম দিলেন শিশুর।
জানা গেছে, কোচবিহার জেলার মাথাভাঙ্গা ব্লকের ক্ষেতি- ফুলবাড়ির বাসিন্দা প্রসেনজিৎ বর্মনের মেয়ে রবিনা বর্মনের প্রসবযন্ত্রনা সন্ধ্যার পর শুরু হয়। এরপর শনিবার সকালে তাকে ধূপগুড়ি গ্ৰামীণ হাসপাতালে নিয়ে আসা হয়। রবিনা বর্মনের করোনা পরীক্ষা করা হলে তার করোনা রিপোর্ট পজিটিভ আসে। এরপর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানিয়ে দেন এমনিতেই রবিনার বয়স কম ও বাচ্চাটি অনেক বড়ো হয়ে গেছে। তাই তাকে এখান থেকে জলপাইগুড়ি রেফার করা হলো। রবিনার বাবা প্রসেনজিৎ বর্মন ডাক্তারকে অনুরোধ করেন তারা গরীব মানুষ তাই এখানে যদি কিছু একটা ব্যবস্থা করা যায় তাহলে ভালো হতো। কিন্তু শোনা হয়নি তার কথা। এদিকে করোনা আক্রান্ত হওয়ায় মেলেনি অ্যাম্বুলেন্স। এদিকে প্রসবযন্ত্রনায় কাতর রবিনা। শেষে হাসপাতালের আউটডোরের পাশে রবিনাকে শুইয়ে রাখে তার পরিবারের সদস্যরা। সেখানেই মেঝেতেই একটি ফুটফুটে বাচ্চার জন্ম দেয় রবিনা। এরপরই হাসপাতালের ডাক্তার, নার্সরা ছুটে এসে তাকে লেবার রুমে নিয়ে যায়।

ধুপগুড়ি থেকে সৃঞ্জয় দাস এর রিপোর্ট উত্তরের সংবাদ ২৪×৭

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments