Saturday, April 20, 2024
Homeকোচবিহারকরোনা আক্রান্ত রোগীদের মনোবল বাড়ানোর জন্য কাউন্সেলিং পরিষেবা কোচবিহারে

করোনা আক্রান্ত রোগীদের মনোবল বাড়ানোর জন্য কাউন্সেলিং পরিষেবা কোচবিহারে

কোচবিহারঃ জেলা স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে আজ কোচবিহার গভর্মেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে করোনা আক্রান্ত রোগীদের মনোবল বাড়ানোর জন্য কাউন্সেলিং পরিষেবা প্রদান করা হয়। মনোবিদ পীযুষ চক্রবর্তী তাদের মনোবল বাড়ানোর জন্য এই কাউন্সেলিং করেন। এখানে ভর্তি রোগীরা বলেন যে মাঝে মাঝে এরকম কাউন্সেলিং করা হলে তাঁরা হয়তো আরও তাড়া তাড়ি সুস্থ হয়ে উঠবেন ও হারানো মনোবল ফিরে পাবেন। এই বিষয়ে মনোবিদ পীযুষ চক্রবর্তী বলেন “এই সময় মানুষকে শারীরিক ভাবে সুস্থ রাখার সাথে সাথে মানসিক ভাবে সুস্থ রাখাটাও খুব জরুরী।

তিনি আরও বলেন যে শুধুমাত্র মেডিকেল কলেজই নয় এই পরিষেবা দেয়া হচ্ছে নেতাজি ইনডোর সেফ হোম, জেলা সংশোধনাগার, শহীদ বন্দনা স্মৃতি আবাস এবং বিভিন্ন ব্লকের সেফ হোম গুলিতে. এছাড়াও মাননীয় জেলা শাসকের উদ্যোগে জেলার করোনা পসিটিভ ব্যাক্তিদের এবং তাদের পরিবারের কাউন্সেলিং এর জন্য একটি টেলিফোনিক কাউন্সেলিং সেল খোলা হয় সেই সেলের দায়িত্বে রয়েছেন মনোবিদ পীযুষ চক্রবর্তী সহ কয়েকজন কাউন্সেলোর.. যার ফোন নম্বর হলো 9647713558

Read More –কোচবিহার জেলা তৃণমূল সভাপতি পার্থ প্রতিম রায় এর গ্রামের বাড়িতে গুলি, তদন্তে পুলিশ।

করোনা আক্রান্ত রোগীদের মনোবল বাড়ানোর জন্য কাউন্সেলিং পরিষেবা কোচবিহারে

পরের খবর- কোচবিহারেও পুলিশ সুপার বদল, নতুন দায়িত্বে আসছেন কে কান্নান

কোচবিহার: মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার দিন রাজ্য পুলিশে একাধিক রদ বদল করার কথা ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই তালিকায় তাৎপর্যপূর্ণ ভাবে রয়েছেন কোচবিহারের পুলিশ সুপারও। দেবাশিস ধরের জায়গায় ওই জেলার পুলিশ সুপার করা হয়েছে কে কান্নান কে।

Read More – NHRC -র চাঞ্চল্যকর রিপোর্ট, তালিকায় নাম উদয়ন-জ্যোতিপ্রিয়-শওকত মোল্লা সহ তৃণমূলের একাধিক নেতা-মন্ত্রীর

নিশীথ প্রামানিক কোন দেশে র নাগরিক? প্রধানমন্ত্রীকে চিঠি দিল অসমের রাজ্য সভার কংগ্রেস সাংসদ

কোচবিহার জেলা তৃণমূল সভাপতি পার্থ প্রতিম রায় এর গ্রামের বাড়িতে গুলি, তদন্তে পুলিশ।

লাউ দিয়ে মাস্ক বানিয়েছেন সাহেবগঞ্জ এর বাসিন্দা রঞ্জিত সরকার

ভোটের ঠিক আগে আগেই দেবাশিসকে কোচবিহারের পুলিশ সুপারের দায়িত্বে পাঠানো হয়েছিল। বুধবার মুখ্যমন্ত্রী হিসাবে মমতা শপথ গ্রহণের পরেই রাজ্য পুলিশে একাধিক রদ বদল করা হয়েছে। সেই তালিকায় দেবাশিসও। তাঁর জায়গায় কান্নান কে পাঠানো হচ্ছে। কিছুদিন আগেও কান্নান কোচবিহারের পুলিশ সুপার ছিলেন…

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments