Thursday, April 25, 2024
Homeঅন্যান্যনতুন রূপে নতুন সাজে বসিরহাটের ইছামতীর পাড়, সেলফি জোন

নতুন রূপে নতুন সাজে বসিরহাটের ইছামতীর পাড়, সেলফি জোন

ইছামতি পাড় পেল‌ ওয়াইফাই সেলফি জোন

২৫,শে বৈশাখ মানে বাঙালির আবেগ আর আবেগ মানেই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। ১৬২,তম কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম দিনে, নতুন রূপে নতুন সাজে বসিরহাটের ইছামতীর পাড়ে রবীন্দ্র সৈকত পেল।বসিরহাটের মানুষ। পর্যটকরা গিয়ে তারা ইছামতি নদীর ধারে রবীন্দ্রনাথের পদতলে যে যার মতো সেলফি তুলতে পারবেন তার জন্য একটি সীমারেখা তৈরি করা হয়েছে। বলা হয়েছে এটা সেলফি যোন। পাশাপাশি সাংস্কৃতিক মুক্ত মঞ্চ যেখানে সংস্কৃতিপ্রেমী মানুষেরা নাচ গান কবিতা আবৃত্তির মধ্যে দিয়ে নিজেদের কলাকৌশল প্রতিভা তুলে ধরতে পারবেন। রবীন্দ্র সৈকত পার্ক পুরো এলাকা থেকে ওয়াইফাই জোন হিসেবে আগামী দিন বসিরহাট পৌরসভা ঘোষণা করেছে। যেখানে সমস্ত শ্রেনীর মানুষ তাদের বিনামূল্যে পরিষেবা পাবে।আর এই উদ্বোধনের মধ্য দিয়ে দেখা গেল কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সামনে থেকে বিভিন্ন ছাত্র-ছাত্রী যুবক-যুবতী থেকে বয়স্করা নিজেদের হাতে মোবাইল ফোন নিয়ে দেদার সেলফি তুলতে ব্যস্ত। রবীন্দ্রনাথের ছবি তুলে নিজেদের ফ্রেমবন্দি করতে ব্যস্ত আট থেকে আশি। নবরূপে রবীন্দ্র সৈকতে উদ্বোধনে ছিলেন বিধায়ক পার্থ ভৌমিক, বসিরহাট তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক জেলার সভাপতি সরোজ বন্দ্যোপাধ্যায়, বসিরহাট দক্ষিণের বিধায়ক সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায়। রাজ্য তৃণমূল যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক সুরজিৎ মিত্র,বসিরহাট পৌরসভার চেয়ারম্যান অদিতি মিত্র, বসিরহাট উত্তর বিধানসভা চেয়ারম্যান এটিএম আব্দুল্লাহ সহ বিশিষ্টজনেরা। ইছামতীর পাড়ে সেলফি জনের ফিতে কেটে ২৫, শে বৈশাখের কবি গুরু প্রণাম এর মধ্য দিয়ে আজ এই দিনটা পালন করল জনপ্রতিনিধি থেকে শুরু করে সাহিত্যিক কবি নাট্য ব্যক্তিত্বের থেকে বিশিষ্টজনেরা।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments