Saturday, April 20, 2024
Homeখেলাধূলাঋদ্ধিমানকে নিয়ে হতাশ! সৌরভকে চিঠি লিখলেন অশোক ভট্টাচার্য

ঋদ্ধিমানকে নিয়ে হতাশ! সৌরভকে চিঠি লিখলেন অশোক ভট্টাচার্য

শ্রীলঙ্কার বিরুদ্ধে আসন্ন টেস্ট সিরিজ থেকে ইতিমধ্যেই বাদ পড়েছেন বাংলার উইকেটরক্ষক-ব্যাটার ঋদ্ধিমান সাহা। ব্যাপারটা নিয়ে ইতিমধ্যেই জাতীয় ক্রিকেটমহলে বিস্তর জলঘোলা হতে শুরু করেছে। এবার সেই বিতর্কের আগুনে আরও খানিকটা ঘৃতাহুতি করলেন শিলিগুড়ির প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্য।

বর্ষীয়ান এই রাজনীতিবিদ BCCI প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ বলেই পরিচিত। একটি খোলা চিঠিতে এই প্রবীণ বাম নেতা লিখেছেন, “শ্রীলঙ্কা সিরিজে ঋদ্ধিমান সাহাকে না ভারতীয় ক্রিকেট দলে দেখতে না পেয়ে অত্যন্ত হতাশ হয়েছি। সেই হতাশা থেকেই তোমাকে এই চিঠি লিখছি। তোমার মতো ঋদ্ধিমানও আমাদের কাছে অত্যন্ত গর্বের একজন ক্রিকেটার। তোমাদের কেন্দ্র করেই বাংলার আবেগ আবর্তিত হয়। সেকারণে জাতীয় ক্রিকেট দল থেকে ঋদ্ধির বাদ পড়াটা আমাদের কাছে অত্যন্ত দুঃখের। তুমিও যখন বঞ্চনা এবং ষড়যন্ত্রের শিকার হয়েছিল, তখনও একইভাবে আমরা দুঃখ পেয়েছিলাম।”

সঙ্গে তিনি আরও যোগ করেছেন, “তোমার কাছে শিলিগুড়ি তথ উত্তরবঙ্গবাসীর একটাই অনুরোধ যে ভারতীয় ক্রিকেট দল থেকে ঋদ্ধিমান সাহার বাদ পড়ার বিষয়টি পুনর্বিবেচনা করে দেখা হয়।” সৌরভকে পাঠানো এই ‘ব্যক্তিগত’ চিঠি ইতিমধ্যেই যথেষ্ট শোরগোল তৈরি করেছে।

এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি যে বিগত কয়েকদিন ধরেই ঋদ্ধিমান সাহা বিতর্ককে কেন্দ্র করে ভারতীয় ক্রিকেটে রীতিমতো টালমাটাল পরিস্থিতি তৈরি হয়েছে। গত একমাস ধরেই এই গুঞ্জন চলছিল যে ভারতীয় ক্রিকেট দলে নাকি ঋদ্ধিমান সাহার জন্য দরজা বন্ধ হয়ে গিয়েছে। এমনকী সেকারণে তিনি চলতি রঞ্জি ট্রফি থেকেও নিজের নাম প্রত্যাহার করে নিয়েছিলেন। তবে রঞ্জি থেকে নাম প্রত্যাহারের সিদ্ধান্তটা কিন্তু একেবারেই ভালো চোখে নেয়নি ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল। রবিবারই CAB সচিব স্নেহাশিস গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, বোর্ডের সঙ্গে ঋদ্ধির যাই কথাবার্তা হোক না কেন, রঞ্জি না খেলে ও ঠিক করেনি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments