Friday, April 19, 2024
Homeখেলাধূলাইস্টবেঙ্গলের প্রধান কোচ হলেন মারিও রিভেরা

ইস্টবেঙ্গলের প্রধান কোচ হলেন মারিও রিভেরা

এসসি ইস্টবেঙ্গল শনিবার ২০২১-২২ হিরো ইন্ডিয়ান সুপার লিগ মরসুমের বাকি পর্যায়ের জন্য মারিও রিভেরাকে তাদের প্রধান কোচ হিসাবে নিয়োগ করলো।

ইস্টবেঙ্গল গত মাসেই তাদের প্রাক্তন প্রধান কোচ জোসে ম্যানুয়েল দিয়াজের সাথে বিচ্ছেদ করে এবং রেনেডি সিংয়ের হাতে অন্তর্বর্তীকালীন প্রধান কোচের দায়িত্ব তুলে দিয়েছিল।

স্প্যানিয়ার্ড রিভেরা ইস্টবেঙ্গলকে আই-লিগের তাদের শেষ মরসুমে দ্বিতীয় স্থান অর্জনের পথ দেখিয়েছিলেন। উয়েফা প্রো লাইসেন্সধারী রিভেরা মাত্র সাত ম্যাচে তাদের নিচ থেকে টেবিলের দ্বিতীয় অবস্থানে পৌঁছে দিয়েছিল।

“আমরা তাকে আমাদের প্রধান কোচ হিসাবে নিয়োগ করতে পেরে খুশি। মারিও আগে ইস্টবেঙ্গলের অংশ ছিল এবং ভারতীয় ফুটবলে তার অভিজ্ঞতা বাকি মরসুমে দলের জন্য উপকারী হবে,” এসসি ইস্ট বেঙ্গলের সিইও কর্নেল শিবাজি সমাদ্দার জানিয়েছেন।

রিভেরা ইস্টবেঙ্গলের প্রাক্তন কোচ আলেজান্দ্রো মেনেন্দেজের সাথে ২০১৮-১৯ মরসুমে ৩২ টি ম্যাচে ডেপুটি হিসাবে কাজ করেছেন।

রিভেরা বর্তমানে আইএসএলের নিয়ম অনুসারে বাধ্যতামূলক কোয়ারেন্টাইন সময়কালের মধ্য দিয়ে যাবে এবং তার পরে দলের দায়িত্ব নেবে। তিনি ইতিমধ্যেই ভারতের উদ্যেশে রওনা দিয়েছেন।

মঙ্গলবার বাম্বোলিমের অ্যাথলেটিক স্টেডিয়ামে এসসি ইস্টবেঙ্গল বেঙ্গালুরু এফসির মুখোমুখি হবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments