Tuesday, April 16, 2024
Homeখেলাধূলাইন্দোর টেস্টের প্রথম দিন প্রবল চাপের মুখে ভারত, ৪৭ রানে এগিয়ে অস্ট্রেলিয়া

ইন্দোর টেস্টের প্রথম দিন প্রবল চাপের মুখে ভারত, ৪৭ রানে এগিয়ে অস্ট্রেলিয়া

এ যেন প্রথম দুই টেস্টের প্রতিচ্ছবি। প্রথমে ব্যাট করতে নেমে বিশ্রী ব্যাটিং একটি দলের। জবাবে ধীরেসুস্থে ব্যাট করে দিনের শেষে আরেক দলের ভাল জায়গায় পৌঁছে যাওয়া। পরিস্থিতি একই শুধু বদলে গিয়েছে পাত্র। আগের দুই টেস্টে প্রথম অর্থাৎ ব্যাকফুটে ছিল অস্ট্রেলিয়া। আর ইন্দোরে সেই স্থানে ভারত। আর টিম ইন্ডিয়া প্রথম দিনের শেষে এতটাই ব্যাকফুটে যে এখান থেকে ম্যাচ বাঁচাতে হলে কোনও মির‍্যাকেলের প্রত্যাশা করা ছাড়া উপায় নেই।

কারণ ইন্দোর টেস্টের প্রথম দিন ভারত যেখানে মাত্র ১০৯ রানে অল-আউট হয়েছে সেখানে দিনের শেষে অজিরা পৌঁছে গিয়েছে ১৫৪ রানে। তারা খুইয়েছে মোটে ৪টি উইকেট। অর্থাৎ দিনের শেষে তাঁরা ৪৭ রানে এগিয়েই গিয়েছে। হাতে রয়েছে আরও গোটা ছ’য়েক উইকেট। বলা বাহুল্য যে দ্বিতীয় সকালে অজিদের শেষ ৬ ব্যাটারকে একেবারে তড়িতগতিতে প্যাভিলিয়নে না ফেরাতে পারলে ইন্দোর টেস্টে আশা থাকবে না টিম ইন্ডিয়ার।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments