Friday, March 29, 2024
Homeকোচবিহারআসাম-বাংলা সীমান্ত পরিদর্শনে কোচবিহার জেলা পুলিশ সুপার সুমিত কুমার

আসাম-বাংলা সীমান্ত পরিদর্শনে কোচবিহার জেলা পুলিশ সুপার সুমিত কুমার

(কোচবিহার) বক্সিরহাটঃ আচমকা কোচবিহার জেলার আসাম বাংলা সীমান্তে পরিদর্শনে এলেন, কোচবিহার জেলার পুলিশ প্রশাসনের উচ্চপদস্থ কর্তারা। মঙ্গলবার সকাল ১১ টা নাগাদ হঠাৎ বক্সিরহাট থানায় এসে উপস্থিত হন কোচবিহার জেলার নতুন পুলিশ সুপার সুমিত কুমার, সহ্ অতিরিক্ত পুলিশ সুপার কুমার সানি রাজ ও একাধিক পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা।

পুলিশ সূত্রে জানা যায়, কোচবিহার জেলার পুলিশ সুপার কে. কে কান্নান বদলি হওয়ার পরেই। কোচবিহার জেলার নতুন পুলিশ সুপারের দায়িত্ব পাওয়ার পরেই আজ আচমকা, অন্যান্য পুলিশ কর্তাদের সঙ্গে নিয়ে বক্সিরহাট থানায় উপস্থিত হন নতুন পুলিশ সুপার। থানায় বিশেষ গুরুত্বপূর্ণ আলোচনার পাশাপাশি, বক্সিরহাট থানার ভারপ্রাপ্ত আধিকারিক শুভজিৎ ঝাঁ কে সঙ্গে নিয়ে “আসাম- বাংলা সীমান্ত সহ, বিশেষ গুরুত্বপূর্ণ এলাকাগুলি পরিদর্শন এ বের হন।

আসাম-বাংলা সীমান্ত পরিদর্শনে কোচবিহার জেলা পুলিশ সুপার সুমিত কুমার

Read More –রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কারের নাম পরিবর্তন, এবার থেকে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার

পরিকাঠামোগত অব্যবস্থার অভিযোগ এনে অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ কোচবিহারে

তীব্র দাবদাহের পর আচমকাই বৃষ্টি, ঠান্ডা হলো রাজার শহর কোচবিহার

বুড়িরহাট পটুয়ায়ডারা শ্মশান ঘাট সংলগ্ন এলাকায় একটি তাজা বোমা উদ্ধারে চাঞ্চল্য

প্রচুর পরিমাণ তীর-ধুনক ও ধারাল অস্ত্র সহ ১ ব্যক্তিকে গ্রেপ্তার করল পুলিশ

রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রীর সাথে দেখা করলেন পশ্চিমবঙ্গ বিদ্যালয় পরিদর্শক সমিতির সদস্যরা

অভিষেক বন্দ্যোপাধ্যায় এর গাড়িতে হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ময়না গুড়িতে

উল্টোপাল্টা টোটোর ভাড়া, অতিষ্ট কোচবিহারের সাধারণ মানুষ।

একজন হলেই কুড়ি টাকা। কোন নির্দিষ্ট কারণ নেই, টোটো ভাড়ার উৎপাতে কালঘাম ছুটছে কোচবিহারের সাধারণ মানুষের। উদাসীন প্রশাসন। এক কিলোমিটার হোক কিংবা তিন কিলোমিটার ইচ্ছেমতো ভাড়া চাইছে টোটো চালকরা। কুড়ি টাকার নিচে কোন ভাড়া নেই তাদের কথায়। ভাড়ার কোন নির্দিষ্ট সূচি নেই। অভিযোগ অটোচালকদের একাংশের জন্য রীতিমতো বিপাকে পড়তে হচ্ছে মানুষের। সাধারণ সাগরদিঘির এক প্রান্ত থেকে অন্য প্রান্ত যেতে এক জন যাত্রীর গুনতে হচ্ছে কুড়ি টাকা ভাড়া। টোটো চালক দের কথায়, আমরা ঠিক করে নেই। এই বিষয়ে মোটর ভিকেলস দপ্তর সূত্রে জানানো হয়েছে ভাড়ার বিষয়টা দেখবে পুলিশ। পুলিশ সূত্রে জানানো হয়েছে টোটো ভাড়া নিয়ন্ত্রন করার ক্ষমতা রয়েছে পৌরসভার হাতে। Continue Reading 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments