Friday, March 29, 2024
Homeময়নাগুড়িআলুর বন্ড না পেয়ে জাতীয় সড়ক অবরোধ কৃষকদের

আলুর বন্ড না পেয়ে জাতীয় সড়ক অবরোধ কৃষকদের

ময়নাগুড়ি , ১৩ মার্চ : হিমঘরে আলু রাখার বন্ড না পেয়ে রবিবার জাতীয় সড়ক অবরোধ করল প্রায় ৪০০ কৃষক । ঘটনাটি ঘটেছে ময়নাগুড়ি ব্লকের ময়নাগুড়ি-ধুপগুড়ি ৩১ ডি জাতীয় সড়কের ধারাইকুড়ি এলাকায় । প্রায় আধঘণ্টা জাতীয় সড়ক অবরোধ থাকার পর ময়নাগুড়ি থানা পুলিশের হস্তক্ষেপে অবরোধ ওঠে । কৃষকদের অভিযোগ , ধারাইকুড়ির দত্ত কোল্ড স্টোরেজে তারা কয়েকদিন ধরে আলু রাখার বন্ডের জন্য ঘুরছিল । হিমঘর কর্তৃপক্ষ তাদেরকে বন্ড না দিয়ে হয়রানি করছিল । ৯ মার্চ কৃষকদের কাছ থেকে আঁধার কার্ডের জেরক্স কপি নেয় হিমঘর কর্তৃপক্ষ । তাদের আশ্বাস দেওয়া হয় ১৩ মার্চ বন্ড দেওয়া হবে । কিন্তু এদিন কৃষকরা বাড়ির কাজ ফেলে সকাল থেকে হিমঘরে থাকার পর ১১ টার পর হিমঘর কর্তৃপক্ষ তাদেরকে জানায় এদিন বন্ড দেওয়া হবে না । পরের দিন অর্থাৎ সোমবার বন্ড দেওয়া হবে । পাশাপাশি চাষিদের চাহিদার তুলনায় খুবই কম পরিমাণ , ২৫ প্যাকেট করে আলু রাখার বন্ডের কথা বলে হিমঘর কর্তৃপক্ষ । আরও অভিযোগ , কৃষকরা হিমঘরে আলু রাখার বন্ড না পেলেও ব্যবসায়ীদের বন্ড পেতে কোন অসুবিধা হচ্ছে না । যার জেরে এদিন সাড়ে ১১ টার দিকে কৃষকরা হিমঘরের সামনে ময়নাগুড়ি ধুপগুড়ি ৩১ ডি জাতীয় সড়কের ধারাইকুড়িতে পথ অবরোধ করেন । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান ময়নাগুড়ি থানার পুলিশ বাহিনী । পুলিশের পক্ষ থেকে দীর্ঘক্ষন কৃষকদের বোঝানো হয় । অবশেষে হিমঘর কর্তৃপক্ষ ও কৃষকদের মাঝে পুলিশের মধ্যস্থতায় আলোচনার মাধ্যমে অবরোধ ওঠে । এরপর এতদিনকার মতো কৃষকরা টোকন নিয়ে বাড়ি যান । পরের দিন অর্থাৎ সোমবার তারা সেই টোকন নিয়ে এসে বন্ড নিতে পাবেন । ২৫ প্যাকেটের জায়গায় প্রত্যেক কৃষক ৫০ প্যাকেটের বন্ড পাবেন ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments