Friday, April 19, 2024
Homeময়নাগুড়িআট দফা দাবিকে সামনে রেখে ময়নাগুড়ি ব্লক সহ কৃষি আধিকারিককে স্মারকলিপি দিল...

আট দফা দাবিকে সামনে রেখে ময়নাগুড়ি ব্লক সহ কৃষি আধিকারিককে স্মারকলিপি দিল বিজেপি

আট দফা দাবিকে সামনে রেখে ময়নাগুড়ি ব্লক সহ কৃষি আধিকারিককে স্মারকলিপি দিল বিজেপি

ময়নাগুড়ি, ১১ নভেম্বর : ভারতীয় জনতা কিষাণ মোর্চার পক্ষ থেকে কৃষকদের নানা ধরনের হয়রানির প্রতিবাদ জানিয়ে ব্লক সহ কৃষি আধিকারিককে স্মারকলিপি প্রদান করা হল। শুক্রবার আট দফা দাবি কে সামনে রেখে এই স্মারকলিপি প্রদান করেন তারা। এদিন ময়নাগুড়ির বিজেপির দলীয় কার্যালয় থেকে একটি মিছিল বের করে গোটা ময়নাগুড়ি শহর পরিক্রমা করে। শহর পরিক্রমার পর ময়নাগুড়ি কিষান মান্ডিতে অবস্থিত কৃষি দফতরের কার্যালয়ে পৌঁছায় মিছিল। সেখানে সংগঠনের পক্ষ থেকে প্রতিনিধিদল স্মারকলিপি প্রদান করেন। জানা গেছে, বিভিন্ন সময় বিভিন্নভাবে সরকারি পরিষেবা থেকে ব্যাহত হয়ে পড়েন সাধারণ কৃষকরা। সেই কৃষকদের কথা মাথায় রেখে আট দফা দাবি পেশ করেন ভারতীয় জনতা কিষাণ মোর্চা। ময়নাগুড়িতে প্রতিবছর সার নিয়ে কালোবাজারির অভিযোগ ওঠে বলে সংগঠনের দাবি, তা সুনিশ্চিত করার দাবি তোলেন সংগঠন। সারের কালোবাজারির সাথে যুক্ত ব্যবসায়ীদের চিহ্নিতকরণ করে তাদের লাইসেন্স বাতিল করার দাবি তোলেন তারা। এছাড়াও কৃষকদের বিভিন্ন সময় বিভিন্নভাবে হয়রানির শিকার হতে হয় সেই বিষয়ে প্রশ্ন তোলেন ভারতীয় জনতা কিষাণ মোর্চা। এই বিষয়ে বিজেপির জলপাইগুড়ি জেলার সাধারণ সম্পাদক চঞ্চল সরকার বলেন,"মূলত আট দফা দাবি কে সামনে রেখে ভারতীয় জনতা কিষান মোর্চার পক্ষ থেকে এই ডেপুটেশন দেওয়া হলো। পশ্চিমবঙ্গে অধিকাংশ মানুষ কৃষিজীবী হওয়া সত্বেও রাসায়নিক সারের কালোবাজারি লক্ষ্য করা যায়। এছাড়াও অতিরিক্ত মূল্যে সার বিক্রির অভিযোগও উঠেছে। যার ফলে ক্ষতিগ্রস্ত এবং হয়রানির শিকার হন সাধারণ কৃষকরা।" ময়নাগুড়ি ব্লক সহ কৃষি অধিকর্তা জানিয়েছেন, স্মারকলিপি জমা নেওয়া হয়েছে। বিষয়গুলি খতিয়ে দেখা হবে

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments