Friday, April 19, 2024
Homeরাজ্যআগামী কাল,শুক্রবার প্রকাশিত হবে মাধ্যমিক পরীক্ষার ফল।

আগামী কাল,শুক্রবার প্রকাশিত হবে মাধ্যমিক পরীক্ষার ফল।

আগামী কাল, শুক্রবার প্রকাশিত হবে মাধ্যমিক পরীক্ষার ফল। সকাল ১০টা থেকে www.wbbse.wb.gov.in এবং  wbresults.nic.in ওয়েবসাইটে জানা যাবে ফলাফল। ফল ঘোষণা হলেই এই দুটি ওয়েবসাইটের হোম পেজে লিংক দেওয়া থাকবে। সেই লিংকে গিয়ে ক্লিক করে বয়স এবং রোল নম্বর দিলেই জানা যাবে রেজাল্ট। ফলাফল জানা যাবে এসএমএসএও।  WB10 তার পর রোল নম্বর লিখে ৫৬৭৬৭৫০ নম্বরে পাঠাতে হবে।

করোনার জেরে গত বছর মাধ্যমিক পরীক্ষা হয়নি। তবে, করোনা পরিস্থিতির সামান্য উন্নতি হলেই সরাসরি পরীক্ষাকেন্দ্রে গিয়ে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করে মধ্যশিক্ষা পর্ষদ। করোনার কারণে গতবার মেধাতালিকা ঘোষণা করা না হলেও এবার আগের মতোই ফলাফল প্রকাশ করা হবে। প্রকাশ করা হবে মেধাতালিকা।

চলতি বছর প্রায় ১১  লাখ ২৬  হাজার ৮৬৩ জন মাধ্যমিক পরীক্ষা দিয়েছে। পরীক্ষা শুরু হয়েছিল ৭ মার্চ। পরীক্ষা শেষ হয়েছে ১৬ মার্চ। এবার প্রায় আড়াই মাস পর মাধ্যমিকের ফল প্রকাশ হতে চলেছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments