Thursday, April 25, 2024
Homeআলিপুরদুয়ারঅবৈধ শাল কাঠ সমেত দুজনকে গ্রেপ্তার করল ভাটিবাড়ী ফাঁড়ির পুলিশ

অবৈধ শাল কাঠ সমেত দুজনকে গ্রেপ্তার করল ভাটিবাড়ী ফাঁড়ির পুলিশ

আলিপুরদুয়ারঃ
আলিপুরদুয়ার ২ নম্বর ব্লকের চিকলিগুড়ি চৌপতি সংলগ্ন এলাকা থেকে শনিবার বিকেলে অভিযান চালিয়ে একটি গাড়িসহ দুজনকে গ্রেপ্তার করল ভাটিবাড়ী ফাঁড়ির পুলিশ। এদিন গোপন সূত্রের খবরের ভিত্তিতে ভাটিবাড়ী ফাঁড়ি পুলিশের পক্ষ থেকে সেই গাড়িটির পিছু নিয়ে আটক করা হয়। পুলিশের চোখে ধুলো দেওয়ার জন্য সেই গাড়িটিতে বস্তায় ভরা আবর্জনা দিয়ে কাঠগুলিকে ঢেকে নিয়ে যাওয়া হচ্ছিল। যদিও এদিন ভাটিবাড়ী পুলিশ ফাঁড়ির আধিকারিক সোনু রাউথের নেতৃত্বে অভিযানের সময় পুলিশকর্মীরা সেই গাড়িতে থাকা প্রচুর পরিমাণে অবৈধ শাল কাঠ সমেত দুজনকে গ্রেপ্তার করেন। ভাটিবাড়ী পুলিশ ফাঁড়ির ওসি পার্থ বর্মন সূত্রে জানা গিয়েছে, চিকলিগুড়ি চৌপতি সংলগ্ন এলাকা থেকে এদিন প্রায় 25 সিএফটি অবৈধ সমেত একটি গাড়িসহ দুজনকে গ্রেফতার করা হয়েছে। তার পাশাপাশি এদিন তদন্তের স্বার্থে পুলিশের পক্ষ থেকে সেই দু’জন গ্রেফতার হওয়া ব্যক্তির নাম পরিচয় এখনও জানানো হয়নি। ভাটিবাড়ী পুলিশ ফাড়ি সূত্রে জানা গিয়েছে এলাকায় অবৈধ কারবারের বিরুদ্ধে প্রতিনিয়ত এভাবেই চলতে থাকবে অভিযান।

শান্তিনগর সুধা নদীতে স্নান করতে গিয়ে জলে ডুবে মৃত্যু হলো এক যুবকের

ইসলামপুর ২৮ আগস্ট:

গোয়ালপোখর থানার শান্তিনগর সুধা নদীতে স্নান করতে গিয়ে জলে ডুবে মৃত্যু হলো এক যুবকের। মৃত ওই ব্যক্তির নাম রণ সাহা বয়স আনুমানিক ২৬। বাড়ি গোয়ালপোখর থানার ধরমপুর এলাকায়। স্হানীয় সূত্রে জানা গেছে শুক্রবার দুপুরে ধরমপুর থেকে কয়েকজন বন্ধু মিলে নদীতে স্নান করতে এসে ছিল ওই যুবক। নদীতে স্নান করতে নেমে আচমকা গভীর জলে তলিয়ে যায়। খবর দেওয়া হয় গোয়ালপোখর থানার পাঞ্জিপাড়া ফাঁড়ির পুলিশকে। পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে। শুক্রবার বিকেল থেকে রাত অবধি অনেক খোঁজাখুঁজির পরেও উদ্ধার করা সম্ভব হয়নি ওই যুবকে। শনিবার সকালে প্রশাসনের উদ্যোগে শিলিগুড়ি থেকে বিপর্যয় মোকাবিলার একটি দল। ডি,এম,জি (ডুবুরির) দল নিয়ে আসা হয়। এবং ডুবুরি দিয়ে চলে উদ্ধারের কাজ। দীর্ঘক্ষন ধরে চলে উদ্ধারের কাজ। অবশেষে ওই যুবকে উদ্ধার করে বিপর্যয় মোকাবিলার ডি এম জি এর একটি দল। পুলিশ মৃত দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ইসলামপুর হাসপাতালে পাঠিয়েছে। ঘটনার তদন্তে শুরু করেছে গোয়ালপোখর থানার পাঞ্জিপাড়া ফাঁড়ির পুলিশ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments