অগ্রগামী কিষান সভার মালদা জেলা সম্মেলন অনুষ্ঠিত হল

অগ্রগামী কিষান সভার মালদা জেলা সম্মেলনl হরিশ্চদ্রপুর সংগঠন হলে অনুষ্ঠিত হল।
সম্মেলন শুরুর মুহূর্তে মিছিল সংগঠনের পতাকা উত্তোলনের মধ্যদিয়ে সম্মেলন শুরু হয়। পতাকা উত্তোলন করেন অগ্রগামী কিষান সভার রাজ্য যুগ্ম আহ্বায়ক গোবিন্দ রায়। এরপর শুরু হয় জেলা সম্মেলন।

প্রতিনিধি সম্মেলনে বক্তব্য রাখেন কম গোবিন্দ রায় ,যুগ্ম আহবায়ক কম হরিপদ বিশ্বাস ,রাজ্য এডহক কমিটির সদস্য কম আব্দুর রউফ ,ফরওয়ার্ড ব্লকের মালদা জেলা সম্পাদক কম শ্রীমন্ত মিত্র ,কম রফিকুল ইসলাম কম অজিত সাহা প্রমুখ। সম্মেলন থেকে কম রেজাউল ইসলাম কে সভাপতি কম অজিত সাহা কে সাধারণ সম্পাদক করে ২১ জনের জেলা কমিটি গঠিত হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles