Friday, March 29, 2024
Homeদিনহাটাঅগ্নিপথের বিরোধিতায় SFI-DYFI এর প্রতিবাদ মিছিল দিনহাটায়

অগ্নিপথের বিরোধিতায় SFI-DYFI এর প্রতিবাদ মিছিল দিনহাটায়

দিনহাটা:

কেন্দ্রীয় সরকার সেনাবাহিনীতে নতুন অগ্নিপথ স্কিম ঘোষণার পর থেকেই দেশ জুড়ে উত্তাল আন্দোলন শুরু হয়েছে বামপন্থী ছাত্র-যুব সংগঠন সহ অন্যান্য সংগঠনগুলির পক্ষ থেকে।পশ্চিমবঙ্গতেও আন্দোলনের আঁচ ছড়িয়ে পড়েছে।আজ দিনহাটা শহরে সেনাবাহিনীতে অগ্নিপথ নিয়োগ বাতিল করে স্থায়ী নিয়োগের দাবিতে মিছিল করলো ভারতের ছাত্র ফেডারেশন ও গণতান্ত্রিক যুব ফেডারেশন।এদিন দিনহাটা প্রমোদ দাশগুপ্ত ভবন থেকে মিছিল শুরু হয়ে দিনহাটা শহর পরিক্রমা করে আবার পুনঃরায় সেখানে এসে শেষ হয়।অগ্নিপথ নিয়োগ বাতিল ছাড়াও এদিনের এই মিছিল থেকে রেলের শূন্যপদ তুলে দেওয়া,রেলের সমস্ত শূন্যপদে স্থায়ী নিয়োগ ও রেলের বেসরকারীকরণের বিরুদ্ধেও আওয়াজ উঠে।

আজকের এই মিছিলে উপস্থিত ছিলেন এসএফআই কোচবিহার জেলা সম্পাদকমন্ডলীর সদস্য টুটুল সরকার,এসএফআই নেতা আকাশ সাহা,সৌভিক দে,ধনঞ্জয় বর্মন,ডিওয়াইএফআই জেলা সম্পাদকমন্ডলীর সদস্য তথা দিনহাটা লোকাল কমিটির সম্পাদক শুভ্রালোক দাস,ডিওয়াইএফআই জেলা সম্পাদকমন্ডলীর সদস্য মানস বর্মন,ডিওয়াইএফআই নেতা উজ্জ্বল গুহ,ইব্রাহিম আলী,কৌশিক রায় সহ অন্যান্যরা।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments