Thursday, April 25, 2024
HomeBreaking news২৪ এই তৃণমূলের শেষ বলে হুঁশিয়ারি দিলেন শুভেন্দু অধিকারী

২৪ এই তৃণমূলের শেষ বলে হুঁশিয়ারি দিলেন শুভেন্দু অধিকারী

২৪ এই তৃণমূলের শেষ বলে হুঁশিয়ারি দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী৷ BJP-র মথুরাপুর সাংগঠনিক জেলার উদ্যোগে দক্ষিণ ২৪ পরগনার মগরাহাট (পশ্চিম) বিধানসভার উস্তির ইয়ারপুরের কালীতলায় এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে একথা বলেন বিরোধী দলনেতা।

তিনি বলেন, “দক্ষিণ ২৪ পরগণা এখন গুণ্ডাদের হাতে চলে গিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় তোষণের রাজনীতি করছেন।” বিরোধী দলনেতা বলেন, “দক্ষিণ ২৪ পরগনা তৃণমূলের জমিদারি নয়। এখানেও রাষ্ট্রবাদী শক্তি রয়েছে। আমরাও ছেড়ে কথা বলব না। আমফানের ক্ষতিপূরণ হিসেবে মোদীজি ৩৪০০ কোটি টাকা দিয়েছেন। সাধারণ মানুষ সে টাকা পাননি। সব চোর ধরা পড়বে। প্রধানমন্ত্রীর ঘোষিত বিভিন্ন প্রকল্পের নাম বদল করে এরাজ্যে চালানো হচ্ছে। এসব আর বেশিদিন চলবে না। ২০২৪ এ লোকসভা আর বিধানসভা ভোট একসঙ্গেই হবে। ২৪ এ তৃণমূলের শেষ। আমি এই জেলায় আসা শুরু করেছি। কাকদ্বীপ, বারুইপুরে পরপর সভা, মিছিল রয়েছে। দেখি আমাকে কে আটকায়? নন্দীগ্রামে আমার কাছে মুখ্যমন্ত্রী হেরে কম্পার্টমেন্টাল মুখ্যমন্ত্রী হয়েছেন। আমি যখন পেরেছি, আপনারাও পারবেন। তৃণমূলকে উৎখাত করুন।”

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments