২০২২ সালের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াতে স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। শুক্রবার এই নির্দেশ দিয়েছেন বিচারপতি হিমা কোহলি ও বিচারপতি রাজেশ বিন্দলের ডিভিশন বেঞ্চ। আদালত পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই নির্দেশ বহাল থাকবে। এর ফলে প্রাথমিকে প্রায় ১২ হাজার শিক্ষকের নিয়োগ ধাক্কা খেতে পারে বলে মত আইনজীবী মহলের।
উল্লেখ্য, ২০২২ সালে TET উত্তীর্ণদের মধ্যে প্রায় ১২ হাজারের নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছিল। এদিকে ২০২০-২২ শিক্ষাবর্ষে যাঁরা ডিএলএড প্রশিক্ষণ নিচ্ছিলেন তাঁরা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন এই নিয়োগ প্রক্রিয়াতে অংশ নেওয়ার আবেদন জানিয়ে।

তাঁদের প্রশিক্ষণ কোর্স শেষ না হওয়ার জন্য তাঁরা পর্ষদকে দুষেছিলেন। যাতে এই নিয়োগ প্রক্রিয়াতে তাঁদের বসতে দেওয়া হয় সেই আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তাঁরা। এই মামলা উঠেছিল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে। তিনি নির্দেশ দিয়েছিলেন, তাঁদের ২০২২ সালের নিয়োগ প্রক্রিয়াতে অংশ নিতে দিতে হবে।
এরপরেই প্রাথমিক শিক্ষা পর্ষদ TET উত্তীর্ণদের যাবতীয় তথ্য জমা দেওয়ার জন্য নির্দেশ দিয়েছিল। এদিকে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এই নির্দেশকে চ্যালেঞ্জ জানায় ২০২০ সালের আগের প্রশিক্ষিতরা। নির্ধারিত কোর্স শেষ না করে কী ভাবে এই প্রার্থীদের পরীক্ষায় বসার অনুমতি দেওয়া হচ্ছে? এই নিয়ে প্রশ্ন তুলে তাঁরা ফের কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। মামলাটি ওঠে কলকাতা হাইকোর্টে বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চে। এরই প্রেক্ষিতে ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছিল কোর্স শেষ না হওয়া পর্যন্ত নিয়োগ প্রক্রিয়াতে অংশ নেওয়া যাবে না।

এদিকে মামলার জল গড়িয়েছিল সুপ্রিম কোর্ট পর্যন্ত। TET পরীক্ষায় অংশ নিতে চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন করেন ২০২০-২২ সালের প্রশিক্ষণরতরা। এই মামলার প্রেক্ষিতেই শুক্রবার উল্লেখযোগ্য নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। সর্বোচ্চ আদালতের পর্যবেক্ষণ, আগে এই ২০২০-২২ সালের প্রশিক্ষণরতরা নিয়োগ প্রক্রিয়াতে অংশ নিতে পারবেন কিনা সেই বিষয়ে নির্দেশ দেবে আদালত। এরপর নিয়োগ প্রক্রিয়া শুরু হবে। তার আগে পর্যন্ত নিয়োগ প্রক্রিয়ায় স্থগিতাদেশ দেওয়া হয়েছে।

সেক্ষেত্রে প্রশিক্ষণরতদের কি এই TET-এ বসার সুযোগ দেওয়া হবে? নাকি কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের নির্দেশই বহাল থাকবে? এখন সব নজর সেই দিকেই।
উল্লেখ্য, সম্প্রতি প্রাথমিকেও নিয়োগ দুর্নীতি সংক্রান্ত একাধিক অভিযোগ উঠেছে। গ্রেফতার করা হয়েছে যুব তৃণমূল নেতা (বহিষ্কৃত) কুন্তল ঘোষকেও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *