অবশেষে প্রকাশ্যে এল হিমাচলপ্রদেশের মুখ্যমন্ত্রীর নাম। কংগ্রেস সূত্রে খবর, সুখবিন্দর সিং সুখু বসতে চলেছেন হিমাচলের মুখ্যমন্ত্রীর চেয়ারে। ইতিমধ্যেই কংগ্রেস হাইকমান্ডে এই নামে সিলমোহর দিয়ে দিয়েছে। এবার অফিসিয়াল ঘোষণা কেবল সময়ের অপেক্ষা মাত্র। শনিবার সন্ধ্যাতেই তাঁর নাম হিমাচলের নয়া মুখ্যমন্ত্রী হিসেবে ঘোষণা করা হবে বলে জানা যাচ্ছে।