Friday, April 19, 2024
Homeরাজ্যহাসনাবাদে এক গৃহবধূকে মারধোরের অভিযোগ উঠল শ্বশুরবাড়ির বিরুদ্ধে

হাসনাবাদে এক গৃহবধূকে মারধোরের অভিযোগ উঠল শ্বশুরবাড়ির বিরুদ্ধে

বসিরহাট

ঘটনাটি ঘটেছে বসিরহাট মহকুমার হাসনাবাদ থানার টাকি পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ডের বিনোদ কলোনিতে জানা যায় বছর (২১) এর গৃহবধূ দীপ্তি সরকার বছর তিনেক আগে স্বামী সমীর সরকারের সাথে বিয়ে হয় বিয়ের পর থেকেই স্বামী এবং শ্বশুরবাড়ির লোকজন ওই গৃহবধূর ওপরে মানসিক এবং শারীরিকভাবে অত্যাচার চালাত বলে জানা যায় অত্যাচারের অত্যাচারের কারণ ওই গৃহবধূ বলেন আমার বাবা নেই আমার মা লোকের বাড়ি থেকে কাজ করে কোন রকমে সংসার চালান প্রায়ই আমার স্বামী এবং শাশুড়ি সুন্দরী সরকার, শশুর পরিমল সরকার প্রায়ই আমাকে বলতো মার কাছ থেকে টাকা নিয়ে আসার জন্য চাপ দিত আমি আনতাম না বলে প্রায় আমাকে মারধর করতো গতকাল ওই কথার প্রতিবাদ করায় রাত্রিবেলায় আমাকে প্রচন্ডভাবে মারধোর করা হয়। এবং আমার গলায় দড়ি দিয়ে দিয়েছিলেন আমার চেঁচামেচি তে পাড়া-প্রতিবেশী ছুটে আসেন এবং আমাকে স্বামী শ্বশুর এবং শাশুড়ি হাত থেকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় টাকি হাসপাতালে নিয়ে আসেন ডাক্তারবাবুরা আমাকে ভর্তি নিয়ে রাখে এই ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে এই বিষয়ে ওই গৃহবধূর মা নীলিমা বিশ্বাস হাসনাবাদ থানায় জামাই এবং শ্বশুরবাড়ির বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেন অভিযোগের ভিত্তিতে হাসনাবাদ থানার পুলিশ তদন্ত করে দেখছেন সত্যিই কি পণের দাবিতে মারধোর করা হয়েছে না এর পেছনে অন্য কোনো কারণ আছে সেটাও তদন্ত রাখছেন হাসনাবাদ থানার পুলিশ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments