Monday, February 6, 2023
Homeবিনোদনস্পষ্ট বেবি বাম্প! নতুন ছবি পোস্ট করলেন হবু মা সোনাম কাপুর

স্পষ্ট বেবি বাম্প! নতুন ছবি পোস্ট করলেন হবু মা সোনাম কাপুর

বলিউড অভিনেত্রী সোনম কাপুর মানেই একজন ফ্যাশন দুরস্ত মানুষ। সোনম যাই পরেন, যেমনই সাজেন তা হয়ে যায় ট্রেন্ড। ফ্যাশন নিয়ে বরাবরই বেশ নাক উঁচু অনিল কাপুরের মেয়ে। আর তাই তো সোনম অনুরাগীরা জানতেন, হবু মা সোনম তাঁর এই মাতৃত্বের যাত্রায় নতুন কিছু করে দেখাবেন। আর যেমন ভাবা তেমনি কাজ। সোশ্য়াল মিডিয়ায় সোনম এলেন একেবারে নতুন অবতারে। খোলামেলা পোশাকে ক্যামেরার সামনে বেবি বাম্পে ধরা দিলেন সোনম। ৯ জুন, অভিনেত্রী তাঁর জন্মদিনে এভাবেই প্রকাশ্যে এলেন। সোনামের এই পোশাক ডিজাইন করেছেন আবু জানি ও সন্দীপ খোসলা।

মার্চ মাসে সোনম কাপুর (Sonam Kapoor) তাঁর ইনস্টাগ্রামে মোট তিনটি ছবি পোস্ট করে মা হওয়ার খবর জানিয়েছিলেন। ছবিতে দেখা গিয়েছিল কালো পোশাক পরে স্বামীর কোলে শুয়ে আছেন সোনম। স্পষ্ট হয়েছে তাঁর বেবি বাম্প। ছবির ক্যাপশনে সোনম লিখলেন, ”চারহাতে তোমাকে বড় করব আমাদের সাধ্যমতো। দুই হৃদয়জুড়ে থাকবে তুমি। তোমাকে সঙ্গে নিয়ে তৈরি হবে নতুন এক পরিবার। তোমার আগমনের অপেক্ষায় রয়েছি।”

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments