ব্রেকিং নিউজঃ
আবারও সুস্থ হলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সৌরভ গঙ্গোপাধ্যায় । বুকে প্রচণ্ড ব্যথা হওয়ার কারণে তাকে অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই মাসের ২ রা জানুয়ারি বুকে ব্যথা নিয়ে উডল্যান্ড্স হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাকে। সে সময় ৯৫ শতাংশ হার্ট ব্লকেজ পাওয়া গিয়েছিল। একটি স্টেন্টও বসানো হয়েছিল। আরও দু’টি স্টেন্ট বসানোর প্রক্রিয়া বাকি ছিল। সম্পূর্ণ সুস্থ হয়ে সাতদিন পর সেখান থেকে ছুটি পেয়েছিলেন তিনি। এরপর থেকে বাড়িতে এসে চিকিৎসকদের পর্যবেক্ষণে ছিলেন সৌরভ।
পরিবারের তরফে জানা যায় গতকাল রাত থেকেই আবার বুকে ব্যথা অনুভব করতে থাকেন সৌরভ। বুধবার সকালে ব্যথা না কমায় চিকিৎসক এর পরামর্শ নিয়ে তাকেই অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আবার বুকে ব্যথা! অ্যাপোলো হাসপাতালে ভর্তি হচ্ছেন সৌরভ গঙ্গোপাধ্যায়
অনান্য খবর- কোভিড বিধি মেনে নিয়ম রক্ষার রথযাত্রা ফালাকাটায়
পরের খবর- তারাপীঠে পুজো দিলেন বিজেপি নেত্রী ভারতী ঘোষ৷
তারাপীঠে পুজো দিলেন বিজেপি নেত্রী ভারতী ঘোষ। আজ রাত্রি আটটা নাগাদ তারাপীঠে পুজো দেন তিনি। সঙ্গে ছিলেন বীরভূম জেলার বিজেপি সভাপতি ধ্রুব সাহা ও অনন্য নেতৃত্ব। সাংবাদিকদের মুখা মুখি হয়ে তিনি বলেন মায়ের কাছে পুজো দিয়ে রাজ্যের শান্তি চাইলাম ।
দেশের জন্য শান্তি চাইলাম।দেশের মানুষ যেন ভালো থাকে,আমি দেশের একজন নাগরিক সুশৃঙ্খল ও শান্তি থাকে, মানুষ যেন ভালো থাকে কোভিড যেন একদম চলে যায় মানুষ যেন বাড়ি থেকে ঠিক ভাবে বেরোতে পারে। মায়ের কাছে চাইলাম সবাই যেন হাসি খুশি ভাবে থাকতে পারে। অনুব্রত প্রসঙ্গে সাংবাদিক এর প্রশ্নে তিনি বলেন রাজনৈতিক কথার কোন উত্তর দেব না।
পরের খবর- বুড়িরহাট বেসিক স্কুলে অঞ্চলভিত্তিক তৃণমূল যুব কংগ্রেসের সম্মেলন অনুষ্ঠিত হল
আজ বুড়িরহাট জুনিয়র বেসিক স্কুলের মাঠে বুড়ির হাটে অঞ্চল তৃণমূল যুব কংগ্রেসের সম্মেলন অনুষ্ঠিত হল।
এদিনের এই সম্মেলনে উপস্থিত ছিলেন দিনহাটা 2 নম্বর ব্লক তৃণমূল যুব কংগ্রেস সভাপতি সুকুমার বর্মন, শহর ব্লক তৃণমূল যুব কংগ্রেস সভাপতি মৌমিতা চক্রবর্তী, ব্লক তৃণমূল সহ-সভাপতি আব্দুল সাত্তার, বুড়িরহাট 1 নং অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি খগেশ্বর বর্মন, সহ সভাপতি সঞ্জীব বর্মন, সাধারণ সম্পাদক অতুল চন্দ্র দাস, তৃণমূল যুব কংগ্রেস নব নির্বাচিত সভাপতি রাজিব বর্মণ সহ তৃণমূল যুব কংগ্রেসের বহু কর্মী। পুরো খবর