সুপ্রিম কোর্টে বড়ো থাপ্পড় সন্দীপের
প্রত্যাশা মতোই সুপ্রিম কোর্ট মুখ ফিরালো ডাঃ সন্দীপ ঘোষ থেকে। যে সন্দীপ ঘোষ প্রিন্সিপাল থাকাকালীন ঘটে গেছে আর জি কর হাসপাতালের মর্মান্তিক ঘটনা, সেই সন্দীপ অভিযোগ জানিয়েছিলেন কলকাতা হাই কোর্টের বিরুদ্ধে। দুর্নীতির ক্ষেত্রে সিবিআই তদন্তের কলকাতা হাইকোর্টের নির্দেশ চ্যালেঞ্জ করে সন্দীপ ঘোষের ফাইল করা আবেদন খারিজ হয়ে গেল শুক্রবার। আর্থিক দুর্নীতির তদন্তের আলাদা স্ট্যাটাস রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে সিবিআইকে। আদালত জানিয়েছে, এই মুহূর্তে এই মামলার কোনও গুরুত্ব নেই। তাই শীর্ষ আদালতে খারিজ হয়ে গেল আবেদন। আদালতের এই মুহূর্তে অন্যতম লক্ষ্য তিলোত্তমা হত্যা রহস্য উদ্ঘাটন করা। তাই তারা সন্দীপ ঘোষের আবেদন গ্রহণ করেনি।
সূত্রের খবর, এই মুহূর্তে সন্দীপ ঘোষের কোনো আবেদনই সুপ্রিম কোর্ট গ্রহণ করবে না। কলকাতা আদালতের নির্দেশে CBI এই তদন্ত করছে। শীর্ষ আদালত মনে করে তদন্ত ঠিক পথেই চলেছে। মূল অভিযোগের দিকে সুপ্রিম কোর্ট নজর দিতে চাইছে।