Uttorer Sangbad :- দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরের দীপালি নগর এলাকায় গতকাল রাতের অন্ধকারে সিপিএমের দুটি পার্টি অফিস ভাংচুরের ঘটনায় আজ ২২শে জানুয়ারি চাঞ্চল্য ছড়ালো এলাকায়। জানা গেছে দীপালি নগর এলাকায় জেলা পরিষদের আবাসনের বাইরে দীর্ঘদিন সিপিএমের দুটি পার্টি অফিস রয়েছে গতকাল রাতের অন্ধকারের সুযোগ নিয়ে কে বা কারা ওই পার্টি অফিস দুটিতে ভাংচুর চালায় পাশাপাশি অফিসের ভেতরে থাকা জিনিস পত্র তছনছ করে দেয় ওই দুষ্কৃতকারীরা। যদিও সিপিএমে নেতৃত্বের দাবী এটি কোন চুরির ঘটনা নয় রাতের অন্ধকারে তৃনমুলী দুষ্কৃতিরা এই কান্ড ঘটিয়েছে। এই বিষয়ে সিপিএমের ১ নম্বর এরিয়া কমিটির প্রাক্তন সম্পাদক শিবাশীষ চক্রবর্তী অভিযোগ করে বলেন এটি কোন চুরির ঘটনা নয়। এটি রাজনৈতিক আক্রমণ।

যাতে সামনে নির্বাচনের আগে আমরা ভয় পাই, এই ভয় তৈরী করতেই এই কাজ বলে তিনি জানান। এই কাজ কারা করতে পারে জানতে চাইলে তিনি বলেন এখানে বিজেপি বলে কিছু নেই তাই এটি তৃনমুলী দুষ্কৃতিদের কাজ। এর বিরুদ্ধে তারা পুলিশী অভিযোগের পাশাপাশি বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে বলে শিবাশীষ বাবু জানান।সিপিএমের এই অভিযোগ তৃণমূল কংগ্রেসের তরফে অস্বীকার করা হয়েছে। এই বিষয়ে তৃণমূল যুব কংগ্রেসের জেলা সাধারণ সম্পাদক মহেশ পারাখ কে প্রশ্ন করলে তিনি বলেন এটা মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ। তৃনমুল কংগ্রেস ভাংচুর বা দখলের রাজনীতিতে বিশ্বাসী না। এটা তাদেরই গোষ্ঠী কোন্দলের ফলে ঘটেছে। বা তারা প্রচারে আসার জন্য এমন কান্ড ঘটিয়েছেন।

অনান্য খবর- তুফানগঞ্জ রায়ঢাক মহা-শ্মশানে বৈদ্দুতিক চুল্লি তৈরির কাজ খতিয়ে দেখতে পৌরসভার চেয়ারম্যান

সিপিএমের পার্টি অফিস ভাঙচুরের ঘটনায় চাঞ্চল্য বালুরঘাটের দিপালীনগর এলাকায়

পরের খবর – রাজ্য সভাপতি আলিপুরদুয়ারে পা রাখতেই বিজেপির বড় ভাঙ্গন কুমারগ্রামে

রবিবার ফের বড় ভাঙ্গনের মুখে পড়ল আলিপুরদুয়ার বিজেপি। জেলার তুরতুরিখন্ড গ্রাম পঞ্চায়েত নিজেদের দখলে নিল তৃণমূল। গ্রাম পঞ্চায়েত হাতছাড়া হল বিজেপির। এছাড়া এদিন রায়ডাক, কুমারগ্রাম,তুতুরিখন্ড গ্রাম পঞ্চায়েতের সদস্য, পঞ্চায়েত সমিতির সদস্য বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। বিজেপির রাজ্য সভাপতি আলিপুরদুয়ারে আসার দিনই এইরকম ভাঙন অস্বস্তিতে ফেলেছে গেরুয়া শিবির কে। আলিপুরদুয়ার জেলা তৃণমূল কার্যালয়ে বিজেপি থেকে তৃণমূল আসা সকলের হাতে দলীয় পতাকা তুলে দেন জেলা তৃণমূল সভাপতি মৃদুল গোস্বামী। পুরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *