সিদ্ধার্থ-কিয়ারার রিসেপশনে গিয়েছিলেন সি-গ্রিন টপ আর স্কার্ট পরে। তাতেই কটাক্ষের শিকার দিশা পাটানি। রাজস্থানে রাজকীয় বিয়ে সারেন সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আডবাণী। তারপর দিল্লি যান তারকা দম্পতি। সেখানে হয় ঘরোয়া অনুষ্ঠান। রবিবার মুম্বইয়ে বলিউডের বন্ধুদের জন্য রিসেপশনের আয়োজন করেছিলেন কিয়ারা-সিদ্ধার্থ। সেখানেই সি-গ্রিন টপ ও স্কার্ট পরে পৌঁছান দিশা।

দিশার স্কার্টের একটি দিক উরুর উপরাংশ পর্যন্ত কাটা। এতেই আপত্তি রয়েছে নেটিজেনদের একাংশের। তাঁদের দাবি অভিনেত্রী নিজেও পোশাক সামলাতে পারছেন না। এক হাত দিয়ে কাটা অংশ ঢেকে আসতে দেখা যায় তাঁকে।
সমালোচকদের মতে, কোনও বিয়ের রিসেপশনে পরার মতো পোশাক এটি নয়। কোনও ক্লাবে পরে যাওয়া যেতে পারে। “এরপরও উরফিকে পোশাকের জন্য গালিগালাজ করা হয়”, এমন মন্তব্যও দিশার ভিডিওতে করা হয়েছে। ব্যঙ্গ করে আবার প্রশ্ন করা হয়েছে, সিদ্ধার্থ-কিয়ারার রিসেপশনে বেলি ডান্সার কোথা থেকে এল?

তথ্যসূত্র : সংবাদ প্রতিদিন