সিতাই::
ধুমেরখাতা ইন্দো বাংলা সীমান্তে অবৈধ ভাবে পাচারের আগে ৫৪ টি গরু আটক করল BSF জওয়ানরা। শনিবার সন্ধ্যা আনুমানিক পাঁচটা নাগাদ সিতাই ধুমেরখাতা বিএসএফ ৭৫ নম্বর ব্যাটেলিয়নের পক্ষ থেকে সংবাদ মাধ্যমকে জানানো হয় যে শনিবার ভোরে কোচবিহার জেলার ধুমেরখাতা ইন্দো বাংলা সীমান্তে অবৈধ ভাবে পাচারকারীরা বাংলাদেশে গরুগুলি পাচার করার প্রস্তুতি নেয়। যদিও গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে মোট ৫৪ টি গরু আটক করে বিএসএফ জওয়ানরা। অন্যদিকে পাচারকারীদের আটক করার আগেই পালিয়ে যায় তারা। বিএসএফ এর তরফে আরও জানানো হয় যে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে আটক ৫৪ টি গরু সিতাই থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়।