সিতাই:
কোচবিহারের সিতাই বাবুর হাটে মুদি দোকানে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে,নগদ টাকা মালপত্র নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা।
সিতাই ব্লকের পূর্ব চামটা বাবুর হাটে এই চুরির ঘটনা ঘটে। মঙ্গলবার দুপুর ১২টা নাগাদ স্থানীয় মুদি দোকান মালিক আজারুল মিঞা বলেন তিনি আজ সকালে জানতে পারেন যে তার দোকানে চুরি হয়েছে। দোকানের মালপত্র সহ ক্যাশবাক্সে থাকা নগদ ২৫ হাজার টাকা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা, এমনটাই অভিযোগ মুদি দোকান মালিকের।
আর এই চুরির ঘটনায় বাবুর হাট বাজারে চাঞ্চল্যের সৃষ্টি হয়। মুদি দোকান মালিক আরও বলেন যে চুরির ঘটনায় বিস্তারিত তথ্য দিয়ে তিনি সিতাই থানায় লিখিত অভিযোগ দায়ের করবেন।