মালদাঃ সামনে জামাই ষষ্ঠী। তার আগে পাইকারি ব্যবসায়ীরা তালপাতার পাখা কিনে নিয়ে যেতে শুরু করেন। এবার করোনা আবহে বিক্রিবাটা নেই বললেই চলে। তবুও আশায় রয়েছে ইংলিশবাজারের টিপাজানি গ্রামে পাখাকারিগররা। গত বছরও সেরকম বিক্রি হয় নি পাখার। এবারও একই অবস্থা। বংশ পরাম্পরা পাখা তৈরি কাজ করে আসছেন তাঁরা। বিয়ের হওয়ার পর থেকে প্রায় ৩০ বছর ধরে কাজ করে আসছেন রুমা বিবি। তিনি বলেন, ‘‌গতবারের মতো এবারও বিক্রি নেই সেরকম। কী করে সংসার চালাবো, কিছুই বুঝতে পারছি না। সরকার পাশে না দাঁড়ালে সংসার নিয়ে পথে বসতে হবে।’‌

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *