দুরন্ত লড়াই লড়ছেন ঐন্দ্রিলা শর্মা। লড়ছেন চিকিৎসকরাও। আশা কিছুতেই ছাড়া চলবে না। কিন্তু তার মাঝেও নেট নাগরিকদের কিছু দায়িত্বজ্ঞানহীনতার পোস্ট দেখা গেল বুধবার মধ্যরাতে। হঠাৎ করেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতে শুরু হয় ঐন্দ্রিলা আর বেঁচে নেই। এই ধরনের একাংশ নাগরিকদের পোস্ট ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। বিভ্রান্ত হয়ে বিভিন্ন সোশ্যাল সাইট এবং গুগল সার্চ করতে শুরু করে দেন অনেকে। তবে আশার খবর এই যে এখনো বেঁচে আছেন ঐন্দ্রিলা শর্মা। যদিও তার অবস্থা সংকটজনক তবুও তার মৃত্যু সংবাদ শুধুই ভুয়ো। এই ধরনের ঘটনায় রাগে ফেটে পড়েছেন অনেকেই।

বুধবার সকালেই হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন অভিনেত্রী। বিপদ বুঝেই সিপিআর (কার্ডিওপালমোনারি রিসাসিটেশন) দেওয়া হয়। সিপিআরে সাড়া দিয়েছেন ঐন্দ্রিলা। তবে সংকট কাটেনি বলেই হাসপাতাল সূত্রে খবর। এখনও ভেন্টিলেশনে অভিনেত্রী। রয়েছে আচ্ছন্নভাব।
হাসপাতাল সূত্রে খবর ঐন্দ্রিলার শারীরিক অবস্থা এখনো স্থিতিশীল হয়নি। বরং আগের মতই সংকটজনক।