প্রাতঃভ্রমণে বের হওয়া এক গৃহবধূকে শ্লীলতাহানির অভিযোগ উঠল কেন্দ্রীয় বাহিনীর এক জওয়ানের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে রবিবার সকালে উলুবেড়িয়া দক্ষিণ বিধানসভার চন্ডীপুর গ্রাম পঞ্চায়েতের মহিষরেখা ব্রিজের কাছে। ঘটনায় গৃ্হবধূ অভিযুক্ত জওয়ানের বিরুদ্ধে উলুবেড়িয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।পুলিশ একটি মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে।
এবার নির্বাচন কমিশন ওই অভিযুক্ত জওয়ানকে ভোট প্রক্রিয়া থেকে সম্পূর্ণ সরিয়ে দিলেন। রবিবার তার বিরুদ্ধে অভিযোগ আসার পর, শাসক দল মহিলাদের নিরাপত্তা বজায় রাখার জন্য কমিশনের দ্বারস্থ হয়েছিল। অভিযোগ বুঝে অ্যাকশান নিয়েছে কমিশন। ওই জওয়ান এর বিরুদ্ধে তদন্ত করা শুরু হয়ে গিয়েছে।