শুভ দৃষ্টিতে বরের মুখ দেখেই মূর্ছা গেলো কন্যা
একেই বলে ভাগ্যের বিড়ম্বনা। বিয়ের আগে ঘটনাচক্রে মেয়ে তার হবু স্বামীকে দেখেন নি। শুভদৃষ্টি’র সময়ই ঘটে গেল বিপর্যয়। এই ভিডিও ভাইরাল হয়েছে সম্প্রতি। যা নিয়ে মশকরা শুরু হয়েছে সমাজমাধ্যমে। সেটাই অবশ্য স্বাভাবিক। কারণ অভিনব বিবাহ অনুষ্ঠানের পাত্রীর বয়স হল ২০ বছর, পাত্রের বয়স বেশি না, পাত্রীর চেয়ে সাড়ে তিন গুণ বেশি। ৬৯ বছর। অবাক সকলেই। এই যুগেও এই অবস্থা হয়? ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, বাড়িতে আড়ম্বরহীন ভাবে বিবাহ অনুষ্ঠান চলছে। উঠোনে চেয়ার পেতে বসে পাত্র, পাশের চেয়ারে পাত্রী। দুজনেরই মুখ ঢাকা। তাঁদের ঘিরে বসে আছেন আত্মীয়রা। ব্যাস, তার পরেই বাঁধলো গোল।
হাসি-ঠাট্টার মধ্যেই ঘোমটা তোলেন যুবতী পাত্রী। তখনও অবধি সবকিছু স্বাভাবিক ছিল। কিন্তু পাত্রও পাগড়িতে জুড়ে থাকা ঝালর সরাতেই চমক। প্রকাশ্যে আসে ষাটোর্ধ্ব বৃদ্ধের চেহারা। আর তা দেখেই জ্ঞান হারান পাত্রী। আরও একজন যুবকও পাত্রর চেহারা অসুস্থ হয়ে পড়েন। সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে এই ভিডিও। পোস্টের সঙ্গে ক্যাপশানে লেখা হয়েছে, ২০ বছর বয়সি কনে ৬৯ বছর বয়সি বরকে দেখে জ্ঞান হারালেন। ইতিমধ্যে ভিডিওটি পাঁচ লক্ষের বেশি মানুষ দেখে ফেলেছে। মজার সব মন্তব্যে ভরে উঠছে কমেন্টবক্স।