ভারত বাংলাদেশ সীমান্তে টহলদারি দেওয়ার সময় গভীর রাতে বাজ পড়ে মৃত্যু হল এক বিএসএফ জওয়ানের। ঘটনা ঘিরে রীতিমতো শোকের ছায়া বিএসএফ জাওয়ানদের মধ্যে। এদিন শিলিগুড়ি মহাকুমা পরিষদের অন্তর্গত ফাঁসিদেওয়ার ভারত বাংলাদেশ সীমান্তের ১৮ নম্বর ব্যাটালিয়নের। ফাঁসিদেওয়া বিওপি বিএসএফ জওয়ান দীপক কুমার(৪২), ডিউটি করছিলেন সীমান্তের সূর্যাপুর গ্রামের ২৩ নাম্বার গেটে। রাতে মুষল ঝড়ে বর্জ্যবিদ্যুৎ সহ বৃষ্টি পড়ছিল। সে সময় বিকট শব্দে বাজ পড়ে। হাতে রিভলবার নিয়ে ডিউটি করছিল সে। এরপরে খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলের ছুটে আসে বাকি বিএসএফ জওয়ানরা। এরপরই তাকে সেখান থেকে উদ্ধার করে ফাঁসিদেওয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হলে। কর্মরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করে। এরপরেই খবর পেয়ে হাসপাতালে ছুটে যায় ফাঁসিদেওয়া থানার পুলিশ।