রাস্তায় চলন্ত টোটো থেকে ছিনতাই, পুলিশের জালে দুই দুস্কৃতি
শক্তিগর মেয়ের বাড়ি থেকে ফুলবাড়ি চুনাভাটি নিজের বাড়ি ফেরার সময় মাঝপথে ছিনতাইকারীদের খপ্পরে পরে এক পুলিশ কর্মির স্ত্রী।টানা হ্যাচরায় টোটো থেকে পরে গেলে তার কাছে থাকা মোবাইল,সোনার অলংকার, কিছু টাকা নিয়ে চম্পট দেয় তিন দুস্কৃতি।গত ৯ই এপ্রিল অর্থাৎ বুধবার রাত্রি ৮টা নাগাদ ঘটনাটি ঘটে তিনবাত্তি ওভারব্রিজ সংলগ্ন এলাকায়।জানা গেছে আনিসুর রহমান পেশায় একজন পুলিশ কর্মি।তার স্ত্রী বুধবার রাত্রে যখন শক্তিগড় তার মেয়ের বাড়ি থেকে টোটোতে চেপে নিজের বাড়ি ফিরছিল তখন মোটরসাইকেল করে তার পিছু নেই তিন যুবক।টোটোটি তিনবাত্তি ওভারব্রিজ এর কাছে আসতেই দুস্কৃতিরা চলন্ত অবস্থায় মহিলার কাছে থাকা ব্যাগটিকে টান দিয়ে নিয়ে পালাবার চেষ্টা করলে ব্যাগ সমেত মহিলা রাস্তায় পরে যান।তার পরেই ব্যাগ নিয়ে চম্পট দেয় ওই তিন দুস্কৃতি।ঘটনায় অল্পবিস্তর আহত হন ওই মহিলা।তার পরেই এনজেপি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলে,পুলিশ তদন্তে নেমে বৃহস্পতিবার এমডি সৌরভ ও অনু সুত্রধর নামে দুই জনকে গ্রেফতার করে।ধৃতরা শক্তিগড় ৬ ও ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।ছিনতাই হওয়া সামগ্রী ও বাকি আরেকজনের খোজ শুরু করেছে পুলিশ।শুক্রবার ধৃত দুই অভিযুক্তকে জলপাইগুড়ি আদালতে পাঠিয়ে তদন্তের স্বার্থে ৫দিনের রিমান্ডের আবেদন জানাবে পুলিশ।