রোহিতের হাতে বিশ্বকাপ ট্রফি তুলে দিলেন গণপতি বাপ্পা
সেই ১৯৮৩ সাল থেকেই ক্রিকেট নিয়ে ভারতবাসীর উন্মাদনা তুঙ্গে। তা আবার প্রমাণ করলো মুম্বই শহর। মাস দুই হয়ে গেছে ভারত T20 বিশ্বকাপ জিতে দেশে ফিরেছে। তার রেশ কিন্তু মানুষের মনে এখনো রয়ে গেছে। গণেশ চতুর্থী উপলক্ষ্যে সাজো-সাজো রব দেশজুড়ে। সারা দেশেই মহা সমারোহে হচ্ছে গণেশ পুজো। বিশেষ করে মুম্বইয়ে সাধারণ মানুষ থেকে সেলিব্রিটি, সকলেই অংশ নেন গণেশ উৎসবে। হরেক রকমের থিমে সেজে ওঠে সারা শহর। এবার একদম নতুন এক থিম নিয়ে এসেছে এক পুজো কমিটি। মানুষ খুবই এনজয় করছেন ওই দৃশ্যর।
এমনিতেও মহারাষ্ট্রে খুবই আড়ম্বারের সঙ্গে পালিত হয় গণপতি বাপ্পার পুজো। আর মূল ঘটনা হলো, সারা দেশ জুড়ে পালিত হচ্ছে গনেশ চতুর্থী। দেশের সর্বত্র আলোর সজ্জা। এরই মধ্যে মুম্বইয়ে দেখা গেলো এক আশ্চর্য আলোর খেলা। হাতে রইল বিশ্বকাপ ট্রফিও। না, সশরীরে রোহিত নন, বরং রইল তাঁর কাট আউট। তাতেই তিনি সঙ্গী হলেন ‘গণপতি বাপ্পা’র। দীর্ঘ ১৩ বছর অপেক্ষার পর বিশ্বকাপ এসেছে দেশে। রোহিত শর্মার হাতে উঠেছে ট্রফি। গণেশ চতুর্থীতেও ধরা রইল সেই আইকনিক মুহূর্ত। সম্প্রতি ভাইরাল হয়েছে একটি ভিডিও। সেখানে দেখা যাচ্ছে গণেশ মূর্তির পাশে রয়েছে রোহিত শর্মার কাট আউট। যেন গণপতি বাপ্পা তার হাতে তুলে দিচ্ছেন বিশ্বকাপ ট্রাফি। এমন উন্মাদনা শুধু ভারতেই সম্ভব।