কোচবিহারঃ
কোচবিহারঃ কোচবিহারের গর্ব বৃহৎ মেলা রাসমেলা নিয়ে প্রশাসনিক বৈঠক হলো কোচবিহার ল্যান্সডাউন হলে। মঙ্গলবার কোচবিহারের জেলাশাসক পবন কাদিয়ান ও কোচবিহার পুলিশ সুপার সুমিত কুমার এর বিশেষ তত্ত্বাবধানে এই প্রশাসনিক বৈঠক হয়।

এদিনের এই বৈঠকে উপস্থিত ছিলেন কোচবিহার সদর মহকুমা শাসক থেকে শুরু করে কোচবিহারের পৌরসভার পৌরমাতা, কোচবিহারের আরটিও, দমকল বিভাগ, কোচবিহার সিএমওএসচ, বিদ্যুৎ দপ্তরের আধিকারিক থেকে শুরু করে অন্যান্যরা।

উল্লেখ্য, আসন্ন এবারের এই ঐতিহ্যবাহী মেলা করোনার নিয়ম বিধি মেনে জেলা প্রশাসনের তরফ থেকে করা হচ্ছে। দুই সপ্তাহ অর্থাৎ ১৫ দিনের বেশি এই মেলা কোনোভাবেই কার্যকর করা হবে না বলেও প্রশাসন সূত্রে জানা গেছে। পাশাপাশি মেলায় যে সমস্ত স্টলগুলির করা হবে তাদের মধ্যে দূরত্ববিধি থাকবে বলে জানা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *