আলিপুরদুয়ারঃ
আলিপুরদুয়ার ২ নম্বর ব্লকের কারীপাড়া এলাকায় শুক্রবার রাতে মাছ ধরার টেপাই চুরিকে কেন্দ্র করে বচসার জেরে গুরুতর আহত হলেন একজন ব্যক্তি। জানা গিয়েছে দীর্ঘদিন যাবত, এলাকার মাছ ধরার টেপাই থেকে মাছ এমনকি টেপাই সহ চুরি হয়ে যাচ্ছিল। গতকাল এলাকার বাসিন্দা সুরেন দাস রাতে তার মাছ ধরার টেপাই পাহারা দিতে যান। সেই সময়ই সুবোধ রায় নামে অভিযুক্ত ব্যক্তি এসে সুরেন দাস এর টেপাই থেকে মাছ বের করে নেওয়ার চেষ্টা করেন বলে অভিযোগ। সুরেন দাস মাছ নেওয়া ঠকাতে গেলে আরম্ভ হয় বচশা। সেইসময়ই অভিযুক্ত সুবোধ দাস মাছ ধরার অস্ত্র দিয়ে সুরেন দাস এর উপর আক্রমণ করেন বলে অভিযোগ। এবং সেই মাছ ধরার অস্ত্র কোচ দিয়ে তার গলায় আঘাত করা হয় বলে অভিযোগ। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে লুটিয়ে পড়েন সুরেন দাস। সেই সময় তার সঙ্গে থাকা অপর একজন ব্যক্তি তাকে উদ্ধার করে ঘটনাস্থল থেকে বাড়িতে নিয়ে আসেন। এলাকার বাসিন্দারা তৎক্ষণাৎ তাকে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে শিলিগুড়িতে রেফার করে। দ্রুত চিকিত্সা পরিষেবা দেওয়ার লক্ষ্যে সেই সময় বাড়ির লোকেরা তাকে কোচবিহারে চিকিৎসার জন্য নিয়ে যায়। এই মুহূর্তে আহত ব্যক্তির চিকিৎসা চলছে কোচবিহারে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় শামুকতলা থানার পুলিশ। পুলিশ পৌঁছে অভিযুক্তকে আটক করে নিয়ে যায়। সমগ্র ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় কারীপাড়া এবং বিন্দিপাড়া এলাকায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *