সেরা পুলিশ জেলার শিরোপা পেল আলিপুরদুয়ার, সম্মানিত হলেন এসপি ওয়াই রঘুবংশী

মিল্টন সরকার:

রাজ্যের পুলিশ জেলাগুলির মধ্যে ভালো কাজ করে প্রথম স্থান অর্জন করল আলিপুরদুয়ার জেলা পুলিশ। রাজ্য পুলিশের তরফে ২০২৩ সালের পরিদর্শন শেষ করা হয় ২০২৪ সালের শেষের দিকে সেখানেই বাকি জেলাগুলিকে পিছনে ফেলে, সেরা শিরোপা জিতে নিল আলিপুরদুয়ার জেলা পুলিশ। শুক্রবার কলকাতায় পুরস্কার গ্রহণ করেন এসপি ওয়াই রঘুবংশী। জানা গিয়েছে প্রতিবছর রাজ্য পুলিশের তরফ থেকে বছর শেষে রাজ্যের বিভিন্ন পুলিশ জেলাগুলিতে পুলিশের কাজ খুঁজে দেখেন রাজ্য পুলিশের শীর্ষকর্তারা। সেই অনুযায়ী বিগত দিনের তুলনায় ২০২৩ সালে আলিপুরদুয়ার জেলায় পথদুর্ঘটনার সংখ্যা অনেকটাই কম ছিল এর পাশাপাশি ড্রাগস সহ একাধিক নেশার বিরুদ্ধে জেলা পুলিশ বিশেষ দক্ষতা দেখিয়েছে। ফলে জেলা পুলিশের প্রাপ্ত এই পুরস্কার এই মুহূর্তে আলিপুরদুয়ার জেলায় খুশির হাওয়া নিয়ে এসেছে।

গত ৪ জুলাই শুক্রবার এই পুরস্কারপ্রাপ্তির ঘোষণার পর জেলাবাসীকে ধন্যবাদ জানিয়েছেন পুলিশ সুপার ওয়াই রঘুবংশী। তিনি জানান, ‘মানুষের সহযোগিতা ও সমর্থন ছাড়া এই পুরস্কার পাওয়া সম্ভব ছিল না।’

শুক্রবার রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার কলকাতার ‘ভবানী ভবন’-এ এক অনুষ্ঠানে এই স্বীকৃতি তুলে দেন জেলার পুলিশ সুপার ওয়াই রঘুবংশীর হাতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *