যোগ্য ও অযোগ্যদের তালিকা প্রকাশ করবে SSC – চাকরিহারাদের এমনই বার্তা দিয়েছেন ব্রাত্য বসু
বিকাশ ভবন থেকে বেরিয়ে এমনটাই জানিয়েছেন চাকরিহারা শিক্ষকরা। বর্তমান পরিস্থিতিতে শুক্রবার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর উপস্থিতিতে বিকাশভবনে একটি উচ্চপর্যায়ের বৈঠক হয়। যেখানে চাকরিহারাদের তরফে ১২ জন প্রতিনিধি উপস্থিতি। প্রায় তিনঘন্টা ধরে এই বৈঠক হয়।আর এই বৈঠক শেষে চাকরি হারারা জানান, সমস্ত বিষয় নিয়ে আলোচনা হয়েছে। যোগ্য ও অযোগ্যদের তালিকা ইতিমধ্যেই তৈরি করতে শুরু হয়ে গিয়েছে বলে জানিয়েছেন এসএসসি চেয়ারম্যান। আর সেই কাজ আগামী শুক্রবারের মধ্যে শেষ হয়ে যাবে। আর তা শেষ হয়ে গেলে আগামী ২১ এপ্রিলের মধ্যে তা প্রকাশ্যে আনার চেষ্টা করা হবে বলে এসএসসি তাদের কথা দিয়েছে বলে দাবি চাকরিহারা শিক্ষকরা।
চাকরিহারারা বারবার ওএমআরের ‘মিরর ইমেজ’ প্রকাশের দাবি জানাচ্ছেন। এই বিষয়েও এদিন বিস্তারিত ভাবে শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে। তবে ওএমআরের ‘মিরর ইমেজ’ স্কুল সার্ভিস কমিশনের কাছে নেই বলেই তাঁদেরকে জানানো হয়েছে বলে দাবি। এই বিষয়ে সিবিআই’য়ের সাহায্য নেওয়া হবে, এবং সেই প্রতিলিপি প্রকাশ করা হবে বলেও এদিন এসএসসির তরফে জানানো হয়েছে বলে দাবি সুপ্রিম নির্দেশে চাকরি যাওয়া শিক্ষকরা। প্রশ্ন উঠেছে যদি রাজ্য অযোগ্যদের তালিকা প্রকাশ্যে আনে তাহলে বাংলায় গৃহযুদ্ধ বেঁধে যাওয়ার সম্ভাবনা আছে।