ময়নাগুড়ি, ২২ জুলাই : শুক্রবার এক যুবতীর অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো ময়নাগুড়ি ব্লকের পানবাড়ি এলাকায়। জানা যায় মৃত ওই যুবতীর নাম নীলিমা রায় (১৮)। জানা যায় বৃহস্পতিবার বিষ পান করে নিজের ঘরেই আত্মহত্যা করে এই যুবতী। পরিবার সূত্রে জানা গিয়েছে, ময়নাগুড়ি ব্লকের রামসাই গ্রাম পঞ্চায়েতের কাশিয়াবাড়ি এলাকায় উপেন রায়ের পাঁচ কন্যা সন্তান। বাকি চার সন্তানের বিবাহ হয়ে গেলেই বাড়িতে থাকে নীলিমা রায় নামের যুবতী। বৃহস্পতিবার দুপুর নাগাদ বাড়িতে ঘরে শুয়ে থাকে সেই যুবতী। বাবা পেশায় চা পাতা শ্রমিক। এদিন দুপুর নাগাদ মেয়েকে বাড়িতে রেখে কাজে চলে যান বাকি সদস্যরা। এই অবস্থায় বৃহস্পতিবার বিকেল নাগাদ বাড়ির বাকি সদস্যরা বাড়ি ফিরে এলে দেখেন ঘরের দরজা বন্ধ। পরে বাড়ির সদস্যরা সিলিং দিয়ে ঘরের উপর ঢুকে মেয়ের দেহ দেখতে পান। পরে বাড়ির সদস্যরা তাকে উদ্ধার করে ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। বৃহস্পতিবার মৃতদেহটি উদ্ধার করে ময়নাগুড়ি থানার পুলিশ। শুক্রবার সকালে মৃতদেহ টি ময়না তদন্তের জন্য জলপাইগুড়ি মর্গে পাঠানো হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে ময়নাগুড়ি থানা পুলিশ। প্রেম ঘটিত ব্যাপার নাকি অন্য কোন রহস্য রয়েছে এই আত্মহত্যার পেছনে জানেন না পরিবারের সদস্যরা। মৃত যুবতীর জামাইবাবু নেপাল রায় বলেন,"আমি খবর পাওয়ার পর সোজা ময়নাগুড়ি হাসপাতালে আসি। কি কারনে আত্মহত্যা করেছে বিষয়টি আমার জানা নেই।"আরেক জামাইবাবু খগেন রায় বলেন,"ও স্থানীয় এক ছেলের সাথে প্রেমের সম্পর্কে জড়িত ছিল। এ নিয়ে বাড়িতে একটু অশান্তি ছিল। হয়তো এর জন্যই এই ঘটনা ঘটিয়েছে।"কি কারনে এই ধরনের ঘটনা ঘটলো খতিয়ে দেখছে ময়নাগুড়ি থানার পুলিশ।