নিউ দিল্লীতে আয়োজিত জি টুয়েন্টি সন্মেলনে ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোনের সঙ্গে দিপাক্ষিক বৈঠক সারলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই আলোচনা ফলপ্রসু হয়েছে বলে এক্স হ্যান্ডেলে জানিয়েছেন নরেন্দ্র মোদি। রবিবার বিকেলে জি টুয়েন্টি সম্মেলন শেষে বিশেষ বিমানে উড়ে যাওয়ার সময় বিমানবন্দরে তাকে সি অফ অফ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তথা কোচবিহার লোকসভার সাংসদ নিশীথ প্রামাণিক। সেই ফাঁকে বিমানবন্দরে তাদের দুজনের মধ্যে দীর্ঘ সময় আলোচনাও হয় বলে সূত্রের খবর। উল্লেখ্য ভারতের কেন্দ্রীয় মন্ত্রীসভার মধ্যে কনিষ্ঠ কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামানিককে কাছে পেয়ে দীর্ঘ সময় ধরে আলাপচারিতা করতে দেখা যায় ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোনকে।

উল্লেখ্য ৯-১০ সেপ্টেম্বর পর্যন্ত দুদিন ধরে নিউ দিল্লি তে আয়োজিত হল জি টোয়েন্টি ২০২৩ সম্মেলন। প্রসঙ্গত গত বছর ২০২২ সালে ইন্দোনেশিয়ায় আয়োজিত হওয়ার পর এবছর এই সম্মেলনের দায়িত্ব পেয়েছিল ভারত। সেখানে সন্মেলনে বিশ্ব তাবড় তাবড় দেশের রাষ্ট্রপ্রধান দের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। গোটা বিশ্বের তাকিয়ে ছিল ভারতের দিকে। আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, জার্মানির চ্যান্সেলর ওলাফ স্কোলজ, ব্রাজিল প্রেসিডেন্ট লুলা দা সিলভার, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ অন্যান্যদের মতোই সকলের নজরে ছিলেন ফ্রান্সের রাষ্ট্রপতি ঈমানুয়েল ম্যাক্রোন। কেননা ভারতের সঙ্গে ফ্রান্সের সম্পর্ক বরাবরই নিবিড়। ভারতের সামরিক ক্ষেত্রে শক্তিশালী করতে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে ফ্রান্স,ভারত পেয়েছে রাফালের মত যুদ্ধ বিমান। সেক্ষেত্রে এই জি-টুয়েন্টি সম্মেলন ছিল খুবই গুরুত্বপূর্ণ। রবিবার বিকেলে ভারত থেকে বাংলাদেশ সফরে উড়ে যাওয়ার সময় ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রন কে সি অফ করতে দেখা যায় কোচবিহার লোকসভার সাংসদ তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিককে। তরুণ তুর্কী এই মন্ত্রী কে কাছে পেয়ে দীর্ঘক্ষণ ধরে কথা বলেন ম্যাক্রন। আগামী ২০২৪ সালে ফ্রান্সে আয়োজিত হবে অলিম্পিক গেমস এবং চলতি বছরেই রাগবি বিশ্বকাপে তরুণ তুর্কি মন্ত্রী নিশীথ প্রামানিক কে আমন্ত্রণ জানান বলেও সূত্রের খবর। এছাড়াও গতকাল বিমানবন্দরে বিভিন্ন বিষয়ে আলোচনা হয় তাদের দুজনের মধ্যে। এমনকি আগামীতে ফ্রান্সে যাবারও ইচ্ছে প্রকাশ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামানিক।