মমতাকে চিঠি লিখে তৃণমূল সাংসদের পদ ও রাজনীতি ছাড়ার ঘোষণা জহর সরকারের
আরজি করের ঘটনার প্রতিবাদে এ বার সাংসদ পদ থেকে ইস্তফা দিতে চাইলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ জহর সরকার। তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখে জানিয়েছেন তিনি সাংসদ পদ ছাড়তে চান।
রাজ্যসভার সাংসদ পদ ছাড়ার সিদ্ধান্ত নিলেন জহর সরকার। আরজি কর কাণ্ডের প্রতিবাদে তাঁর এই সিদ্ধান্ত বলে জানান তিনি। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখে সাংসদ পদ ছাড়ার কথা জানিয়ে দিয়েছেন জহর সরকার। আগামী সপ্তাহে দিল্লিতে গিয়ে রাজ্যসভার চেয়ারম্যানের কাছে পদত্যাগ পত্র জমা দেবেন এই সাংসদ, সূত্রের খবর এমনটাই। শুধু সাংসদ পদ থেকে ইস্তফা নয়, রাজনীতি থেকে সরে দাঁড়ানোরও ঘোষণা করেছেন জহর সরকার।
বিস্তারিত আসছে….