মা হতে চলেছেন দীপিকা, ভর্তি হলেন হাসপাতালে
প্রথম সন্তানের অপেক্ষায় প্রহর গুনছেন বলিউড তারকা জুটি রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন। শুধু এ তারকা দম্পতি নন, তাঁদের অনাগত সন্তানের অপেক্ষায় ভক্তরাও। গতকাল শুক্রবার গণেশ চতুর্থীতে সিদ্ধিবিনায়ক মন্দিরে প্রার্থনা করতে দেখা যায় রণবীর–দীপিকাকে। এক দিন না পেরোতেই আজ শনিবার বিকেলে মুম্বাইয়ের এক হাসপাতালে দেখা গেছে এ দম্পতিকে।
কোল আলো করে আসছে পরিবারের ছোট সদস্য। মা হতে চলেছেন দীপিকা পাড়ুকোন। স্বাভাবিকভাবেই অধীর আগ্রহে, আনন্দে অপেক্ষায় তারকা পরিবার। সদ্য প্রেগন্যান্সি ফটোশ্যুট করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন অভিনেত্রী। এরপর গতকাল, শুক্রবার সিদ্ধি বিনায়ক মন্দিরে রণবীরের হাত ধরে পুজো দিতে যান তিনি। পরনে ছিল সবুজ শাড়ি, চুলে টেনে খোঁপা, টিপ-সিঁদুরে নজর কাড়েন। গর্ভাবস্থাতেও তিনি মুগ্ধ করেন। এদিন পুজো দিতে যাওয়ার ভিডিওয় দেখা যায় স্ত্রীয়ের হাত শক্ত করে ধরে আছেন রণবীর। অত্যন্ত সাবধানী।